কবে পর্যন্ত মিলবে ফ্রী-তে রেশন! ফের বড় সিদ্ধান্ত গ্রহণ মোদি সরকারের

গত দু দিনের ধোঁয়াশা কাটিয়ে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার তারিখ বাড়ানোর সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় সরকার। করোনা কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন গরিবদের বিনামূল্যে রেশন দেওয়া হবে। তাঁর সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিলো ৩০নভেম্বর পর্যন্ত।

৩০নভেম্বর হতে আর মাত্র ৬দিন বাকি। ফলত সবার মধ্যেই উদ্বেগ সৃষ্টি হয়, ৩০নভেম্বর পর আর কেন্দ্রীয় সরকার কি রেশন পাঠাবে না? এরপর তৃণমূল সাংসদ সৌগত রায়, এই বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছিলেন দুদিন আগে।

কিন্তু দুদিনের মধ্যে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কোনো মুখ খোলেননি। ফলত সবাই অধরা মেঘ দেখতে শুরু করেছিলেন। তৃণমূলরাও সোচ্চার হতে শুরু করেন। অবশেষে দুদিন পরে কেন্দ্রীয় সরকার মিটিং করার পর জানানো হয়েছে আগামী বছরে মার্চ মাস পর্যন্ত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা সুবিধা বাড়ানো হয়েছে গরিবদের জন্য।

আসলে কয়েক দিন আগে কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পাণ্ডের কথায় ইঙ্গিত মিলেছিলো, হয়তো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা বন্ধ হয়ে যাবে। তিনি বলেছিলেন, দেশের অর্থনীতি আসতে আসতে উন্নত হচ্ছে। খোলা বাজারে খাদ্য শস্য বিক্রি বেড়েছে। তাই প্রধানমন্ত্রী গরিব কল্যাণের যোজনার ব্যাপারে এখন কেন্দ্রীয় সরকার জানায়নি।

তিনি আরো বলেছিলেন যদি এই যোজনা বন্ধ হয়ে যায়। তাহলে বিনামূল্যে রেশন যোজনা চালু থাকবে।
তিনি এটাও বলেছিলেন, “বিনামূল্যে রেশনের জন্য রাজ্য সরকারের যা বরাদ্দ রয়েছে, তার থেকে অতিরিক্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যা দেওয়া হচ্ছিল, সেটা ওরা বন্ধ করার কথা বলছে। গরিব কল্যাণের নামে সাময়িকভাবে মানুষকে সুবিধা দিয়ে হঠাৎ করে বন্ধ করে দেওয়ার কারণ জানা নেই। তবে রাজ্যের প্রকল্প চালু থাকবে।” তবে সব ধোঁয়াশা কাটিয়ে মার্চ মাস পর্যন্ত প্রধানমন্ত্রী গরিব যোজনার মেয়াদ বাড়ানো হলো।

Related Articles

Back to top button