ডাইভিং লাইসেন্স এর নতুন নিয়ম: ঘরে বসেই করতে পারবেন এই কাজ

আপনার নিজস্ব গাড়ি থাকলে আপনার ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) থাকবেই। আপনাদের জানিয়ে রাখি, ডাইভিং লাইসেন্সের নবীনীকরণের তারিখ এগিয়ে আসছে। শেষ তারিখের আগেই গাড়ির লাইসেন্স পুনর্নবীকরণ করতে হবে। আপনার গাড়ির লাইসেন্স থাকলে আপনাকে গাড়ি চালানোর সময় আইনগত ভাবেই শুধু নিরাপদ দেবেনা তারসাথে এটা নিশ্চিত করবে, আপনি একজন লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভার। দেশে আপনারও গাড়ি চালানোর অধিকার রয়েছে।

Car

লাইসেন্স আপগ্রেডের (Upgrade) জন্য কি কি কাগজপত্র দরকার?
১) ড্রাইভারের বয়স যদি ৪০ বছরের বেশি হয় তাহলে 1A ফর্মের সাথে মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে।
২) দুটো পাসপোর্ট সাইজের ছবি লাগবে
৩) ঠিকানা দিতে হবে এবং সঠিক বয়সের প্রমাণ নথিপত্র দিতে হবে।
৪) আবেদন ফি ২০০ টাকা লাগবে। তার সাথে রসিদ নিয়ে নিতে হবে।

কিভাবে অনলাইনে আবেদন করবেন ?
১) পরিবহন পরিষেবার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত পরিষেবার গুলির মধ্যে যেকোনো একটি ক্লিক করুন।
২) দ্বিতীয় স্টেপে রাজ্য নির্বাচন করুন। যে রাজ্যে আপনি বসবাস করেন।
৩) ডাইভিং লাইসেন্স পরিষেবার তালিকা ডিএল আপগ্রেডের জন্য আবেদন সিলেক্ট করুন। আবেদনপত্র ফিলাপ করে নির্দেশাবলীগুলি ভালো করে দেখে নিন।
৪) আবেদনকারীর বিবরণ পূরণ করতে ভুলবেন না যেন।
৫) এরপর পেমেন্টের প্রক্রিয়া সম্পন্ন করুন।
৬) অ্যাকনলেজমেন্টের পেজে অ্যাপ্লিকেশনের আইডি দেখতে পাবেন।
৭) আবেদনকারীর নিবন্ধিত মোবাইল নম্বরে একটি এসএমএস আপনার আসবে।

Driving licence

কেন আপনি লাইসেন্স আপগ্রেড করবেন ?
আপনার যদি বৈধ লাইসেন্স থাকে, তাহলে গাড়ি চালাতে আপনাকে অনেক সাহায্য করবে। যেমন আপনার গাড়ির যদি দুর্ঘটনা ঘটে, তাহলে বীমা কোম্পানির কাছে ক্ষতিপূরণের দাবি করতে পারবেন। যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে বীমা কোম্পানির কাছে ক্ষতির দাবি করতে পারবেন না। প্রতিটি চালকেরই লাইসেন্সের বৈধতার সময় থাকবে। সেই মেয়াদের সময়সীমা হবে ১৫ বছর থেকে ২০ বছর পর্যন্ত। এই বৈধতার মেয়াদ শেষ হলে লাইসেন্স ১ মাসের জন্য বৈধ থাকবে। যাদের লাইসেন্সের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তারা লাইসেন্স ড্রাইভিং আপগ্রেডের দাবি করতে পারে। মেয়াদ শেষ হওয়ার 5 বছরের মধ্যে যদি ড্রাইভিং লাইসেন্সের আপগ্রেড না করা হয়, তাহলে পুরোনো লাইসেন্স সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। নতুন করে গাড়ির মালিককে নতুন লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।