কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন প্রস্তাব পাশ, মেয়েদের বিয়ের নূন্যতম বয়স ১৮ নয়, বয়স 21 বছর হতে হবে

মেয়েদের বয়স ১৮ বছর হলেই বিবাহ দেওয়ার নিয়ম ছিল দেশে। তবে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভায় সংসদে বিলের আকারে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। প্রস্তাবটিতে জানানো হয়েছে, এবার থেকে মেয়েদের বয়স ১৮ নয় ২১ বছর হলেই তবে বাবা-মা বিবাহ দিতে পারবে তার।

আগে ছেলেদের বয়স ন্যূনতম 21 বছর বয়স হতে হতো এবং মেয়েদের নূন্যতম বয়স 18 বছর হতে হতো। সরকার কিছুদিনএই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছিলেন। এই বিষয়ে প্রথম ইঙ্গিত দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দিন যত যাচ্ছে মেয়েরা শিক্ষা, চাকরি, ব্যবসা প্রমুখ বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের প্রতিভা দেখাচ্ছে। এটা বারবার প্রমাণিত হয়ে গিয়েছে মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম নয়। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী জুন মাসে এই বিষয়টি নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেন।

সেই কমিটির রিপোর্টে বলা হয়েছিল মেয়েদের নূন্যতম বয়স ১৮ বছর থেকে বাড়িয়ে ২১ বছর করা হোক বিবাহের জন্য। এবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারিভাবে সেই প্রস্তাবের ছাড় দিলো।