প্রবীণ নাগরিকদের জন্য জারি হল নতুন নিয়ম! দেখে নিন কোন ব্যাংকে FD তে কত সুদের হার

প্রবীণ নাগরিকদের স্থায়ী আমানতের উপর বেশি হারে সুদ প্রদান করে থাকে SBI ব্যাংক, HDFC ব্যাংক, ICICI ব্যাংক।

১)HDFCব্যাংকের ক্ষেত্রে

সিনিয়র সিটিজন কেয়ার এফডি:
প্রবীণ নাগরিকদের অতিরিক্ত প্রিমিয়াম ০.২৫% দেওয়া হবে বিশেষ ডিপোজিট অফার এর ক্ষেত্রে। কিন্তু ফিক্স ডিপোজিট যদি পাঁচ কোটি টাকার কম হয় তাহলেই ০.২৫ শতকরাটি ১০ বছর মেয়াদ পর্যন্ত হবে। এই অফারের পাশাপাশি প্রবীণ নাগরিকরা রিনিওয়ালের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

অফারের প্রযোজ্য সময়কাল: ১৮ ই মে ২০২০ থেকে ৩১ শে মার্চ ২০২২ পর্যন্ত অফারটি কার্যকর হবে।

FD স্কিমের সুদের হার: একজন সিনিয়র সিটিজেন তাঁর স্থায়ী আমানত FD এর অধীনে রাখতে পারবে। তাঁর জন্য তাকে সুদের হার দেওয়া হবে ৬.২৫%।

২) ICICI ব্যাংকের ক্ষেত্রে

গোল্ডেন ইয়ার এফডি অফার:
এই ব্যাংকের প্রবীণ নাগরিকরা বছরে ০.৫০ % পেয়ে থাকেন FD এর উপরে। তবে অফার চলাকালীন অতিরিক্ত ০.২০ % সুদ পাবেন। নতুন আমানতের সুদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য হবে তেমনি অফার চলাকালীন রিনিওয়াল করলে সে ক্ষেত্রেও পাওয়া যাবে। তবে ফিক্সড ডিপোজিট ২ কোটি টাকা কমের ক্ষেত্রে অফারটি প্রযোজ্য হবে।

অফারের প্রযোজ্য সময় কাল: ২০ শে মে ২০২০ থেকে ৮ই এপ্রিল পর্যন্ত অফারটি কার্যকর হবে।
অফারের মেয়াদ ৫ বছর, ১ দিন থেকে ১০ বছর পর্যন্ত থাকবে।

৩) SBI ব্যাংকের ক্ষেত্রে

SBI এর বিশেষ FD স্কিম: একজন প্রবীণ নাগরিক স্থায়ী আমানত FD এর অধীনে রাখে তাহলে সেক্ষেত্রে সুদের হার ৬.২০% হবে।