বসের তরফে জারি কড়া ফতোয়া, অফিসে বসে মোবাইল চার্জ দিলে কাটা যাবে মাইনে

মোবাইলে চার্জ না থাকলে পাগল পাগল অবস্থা হয় কম বেশি সবারই। সেখানে সারাদিন অফিসে থাকলে ফোন চার্জ দিলেই অপরাধ। এমনি কিছু নির্দেশ জারি করলো অফিস কর্মীদের ওপর অফিসের রাগী বস। আর নির্দেশ না মেনে অফিসে ফোন চার্জ দিলেই বড় সড় রকম শাস্তি পেতে হবে সেই অফিস কর্মীকে।

অফিসে কাজ করার মাঝে কখনো কখনো ফোনে চার্জ দিয়ে নেয় অনেকে। তবে এক অফিসের রাগী বস এমন বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন, অফিসে বসে ফোনে চার্জ দেওয়া গহির্ত অপরাধ। বিদ্যুৎ চুরির সঙ্গে তুলনা করা হয়েছিল একটি বিজ্ঞপ্তিটিতে।

কেউ যদি চার্জ দিতে গিয়ে ধরা পড়েন তাহলে শাস্তি হিসেবে মাইনের মোটা টাকা কাটা হবে। কিন্তু ল্যাপটপ, কম্পিউটার যত খুশি ব্যবহার করা যেতে পারে। ফোনে চার্জ যদি ফুরিয়ে যায় সেক্ষেত্রে বলা হয়েছে , ফোন বন্ধ রেখে বা ফোনের ইন্টারনেট বন্ধ রেখে কাজে মনযোগ দিন।

ফোন বন্ধ রাখলে বার বার ফোন করা বা চ্যাটএ গল্প করাও কমবে।এতে অফিসের কাজে মনোযোগ বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে, কোন অফিসে এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে? কিন্তু কোন অফিসে জারি করা হয়েছে তা জানা যায়নি। তবে এমনি রাগী বসের বিজ্ঞপ্তির ছবিটি নেটে ব্যাপক ভাইরাল হয়েছে। কমেন্ট পড়েছে ৩ হাজার মতো। অনেকে কমেন্টেও তাঁদের অফিসেও এরম আজব বিজ্ঞপ্তি চালু হয়েছে।

Related Articles

Back to top button