ভুলেও করবেন না এই ৫ টি ভুল! নাহলে রাস্তায় বসিয়ে দিতে পারে ইউপিআই পেমেন্ট

গত দু বছরে কোভিড-১৯ পরিস্থিতিতে অনলাইনে পেমেন্ট করার প্রবণতা বেড়েছে মানুষের মধ্যে। অনলাইনে পেমেন্ট করার জন্য জনপ্রিয় পেমেন্ট অ্যাপ Phone Pe, Google Pay ব্যবহার করে থাকে বেশিরভাগ মানুষ। তবে এই অনলাইনে অ্যাপগুলোতে বিপদ কিন্তু লুকিয়ে থাকে। আপনার একটু অসতর্কতা কারনে প্রতারণকারীরা আপনার অ্যাকাউন্টের সব টাকা লুট করে নিতে পারে।

কয়েকটি বিষয়ে সতর্ক থাকলে যে কোন বড় বিপদ থেকে আপনি বাঁচতে পারবেন।
১. কাউকে ভুল করেও UPI adress দেবেন না। কারণ আপনার UPI adressএ আপনার ব্যাংকের সমস্ত ডিটেলস রেকর্ড থাকে।
২. পিন লক অবশ্যই কড়া পেটার্নএ দিতে হবে। পিনে আপনি জন্ম তারিখ, ফোন নাম্বার এগুলো দেবেন না।

৩. কোনো ভুয়ো কল বা স্প্যাম কল ধরবেন না। কোনো অজনা লিংকে যাবেন না।
৪. বিশেজ্ঞরা পরামর্শ করেন, একাধিক পেমেন্ট অ্যাপ্লিকেশন না ব্যবহার করাই ভালো।
৫. অনেকেই নিয়মিত অনলাইন অ্যাপ্লিকেশনগুলো আপডেট করার না। কিন্তু পেমেন্টের অ্যাপ্লিকেশনগুলো নিয়মিত আপডেট করা উচিত। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।