দুয়ারে রেশনের পর এবার রাজ্যে চালু হচ্ছে দুয়ারে লাইসেন্স কর্মসূচি, ঘরে বসেই মিলবে গাড়ি চালানো ছাড়পত্র

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের স্বার্থে কোভিড-১৯ পরিস্থিতিতেও অনেক সাহায্য করেছেন। এছাড়াও দিদি সরকারের তরফ থেকে দুয়ারে প্রকল্পের ব্যবস্থা করে দিয়েছে। এই প্রকল্পে বেশি লাভবান হয়েছেন বয়স্ক মানুষেরা।

এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে সাধারণ সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা করানোর সুযোগ করে দিয়েছেন গরিব মানুষদের। লম্বা লাইনে না দাঁড়িয়ে আপনি নিকটস্থ ক্যাম্পে গিয়ে আধার কার্ডও করতে পারেন। সম্প্রতি দিদি আরও একটা কর্মসূচি আনতে চলেছে। আসুন জেনে নিন বিস্তারিত ভাবে।

দিদি এবার ‘দুয়ারে ড্রাইভিং লাইসেন্স’ কর্মসূচি আনতে চলেছেন। এই কর্মসূচি প্রথম চালু করা হবে ঘাটালের দাসপুর ১ এবং ২ ব্লক, চন্দ্রকোনা ১ এবং ২ নম্বর ব্লকে। প্রত্যেক ব্লকে শিবির করে ড্রাইভিং লাইসেন্স এর সার্টিফিকেট দেওয়া হবে। সেটা প্রদান করবেন মোটর ভেহিকেলসের অফিসরা। সঠিক নথিপত্র দিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য সার্টিফিকেট নেওয়া যাবে সাথে সাথে। সার্টিফিকেট নেওয়ার একমাস পরে সেই ব্যক্তিকে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে।

মহাকুমার প্রশাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, সাধারণ মানুষদের ড্রাইভিং লাইসেন্স হাতে পেতে অনেকটা সময় লাগে। বর্তমানে পশ্চিমবঙ্গের গাড়ি দুর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ড্রাইভিং লাইসেন্স না থাকার জন্য অনেকে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছেন। এই বিষয়ে মানুষকে সচেতন করা হলেও মানুষ সে বিষয়ে সচেতন হচ্ছেন না। এইজন্যই এরকম একটা উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।