আকারে Nano-র থেকেও ছোটো, সবার নজর কাড়লো দূর্দান্ত এই ইলেকট্রিক গাড়ি

সুইজারল্যান্ডের মাইক্রো মবিলিটি সিস্টেম(Micro Mobility Systems) নামক একটি গাড়ির কোম্পানি বাজারে আনল এক নতুন ধরনের ইলেক্ট্রিক গাড়ি। যা দেখে নেটদুনিয়াই শুরু হয়েছে হৈ চৈ। গাড়িটি Tata Nano এর থেকেও ছোট আকারের। আকারে ছোট হলেও, গাড়ির ফিচার্স দেখে নজর কেড়েছে অনেকেরই। সম্প্রতি এই কোম্পানি তাঁর ওয়েবসাইটে গাড়ির ফিচার্স নিয়ে তথ্য প্রকাশ করেছেন।

Electric Car

যেখানে দেখা যাচ্ছে গাড়িটির ওজন ৫৩৫ কেজি। গাড়িটির ব্যাটারিও রয়েছে শক্তিশালী, যেখানে গাড়িটি একবার চার্জ করলে ২৩৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। স্পীডের দিক দিয়েও গাড়িটি ৯০ কিমি প্রতি ঘন্টায় তুলতে সক্ষম। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে গাড়িটি মূলত শহরের রাস্তায় চলাচলের জন্য বানানো হয়েছে এবং গাড়িটি ছোট হওয়ার কারণে রাস্তার যেকোনো জায়গায় খুব সহজেই পার্কিং করা যাবে।

আকারে ছোট হলেও গাড়িটিতে ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তি। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে গাড়িতে ব্যবহৃত ৯০ শতাংশ যন্ত্রাংশ ইউরোপ থেকে আমদানি করা হয়েছে। ইউরোপে এই গাড়িটি ইতিমধ্যে ক্লাস লি 7 এ তকমা পেয়েছে। উন্নত প্ৰযুক্তি ও দারুন ফিচার্সের কারণে গাড়ি প্রেমীদের কাছে এর জনপ্রিয়তা বেড়েছে। যে কারণে উৎপাদন শুরু হওয়ার আগেই ৩০ হাজার মানুষ গাড়িটি অগ্রিম বুকিং করে ফেলেছন।

Tata Nano Company

গাড়িটির চাহিদা বাড়ার কারণে নতুন করে ইতালির তুরিন শহরে একটি নতুন কারখানা খোলা হয়েছে। এতদিন কারখানায়ে বছরে ১৫০০ টি করে গাড়ি তৈরি হচ্ছিল, তবে কোম্পানির তরফ জানানো হচ্ছে তা বাড়িয়ে ১০০০০ করা হবে। গাড়িটির দাম ১৫৩৪০ মার্কিন ডলার, যা ভারতীয় রুপিতে প্রায় ১২ লাখ টাকা। তবে ইউরোপে গাড়িটি ১৩৪০০ মার্কিন ডলারে (Dollar) বিক্রি হচ্ছে। কোম্পানির তরফে জানানো হয়েছে খুব শীঘ্রই গাড়ি ডেলিভারি করা হবে। প্রথম অবস্থাতে সুইজারল্যান্ডেই গাড়িগুলো ডেলিভারি করা হবে এবং পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।