মাত্র ২৫ হাজার টাকা বিনিয়োগ করে শুরু করুন এই ব্যবসা মাস গেলে আয় হবে ২ লক্ষ টাকা

ব্যবসা করার স্বপ্ন অনেকেই দেখেন। ব্যবসা করার কথা চিন্তা আসলেই সবার প্রথমে মাথায় আসে বিনয়োগের কথা। কারণ ব্যবসায় প্রথমে বিনিয়োগ করলে তবেই লাভের মুখ দেখা যেতে পারে। অনেকের কাছে যথোপযুক্ত মুলধন থাকে না ব্যবসা শুরু করার জন্য। এর ফলে অনেকে ব্যবসা করা থেকে পিছিয়ে আসেন। তবে আজ আপনাদের এমনই এক বিজনেসের কথা জানাবো যেটা আপনি চাইলে ২৫ হাজার টাকা থেকে শুরু করতে পারবেন।

ব্যবসাটি হলো মৎস্য পালন। তবে হ্যাঁ শহরতলীতে মৎস পালন করা অত সহজ নয়, কিন্তু আপনি চাইলে বায়োফ্লেক টেকনিকের মাধ্যমে মৎস্য চাষ করতে পারবেন। এই ব্যবসা আপনি প্রথমে ২৫ হাজার টাকা বিনিয়োগ করেই শুরু করতে পারবেন। এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য পাওয়া যায় এবং সরকারের তরফ থেকে আপনাকে মৎস্য চাষের জন্য উৎসাহ দেওয়া হবে। এই ব্যবসা থেকে আপনি লাখ টাকার ওপরে মুনাফা করতে পারবেন।

বায়োফ্লক টেকনিক হল এক ধরনের ব্যাকটেরিয়ার নাম। তবে এই টেকনিকের মাধ্যমে আপনি বেশ ভালো মতো আয় করতে পারবেন। ১০ – ১৫ হাজার লিটারের একটা বড় বায়োফ্লেকের ট্যাংক কিনে মাছ ছাড়তে হবে। ট্যাংকের জল ভরা থাকবে এবং অক্সিজেনের উপযুক্ত ব্যবস্থা থাকবে। বায়োফ্লক ব্যাকটেরিয়া মাছের মলকে বদলে প্রোটিনে রূপান্তরিত করবে। সেই প্রোটিন মাছ খেয়ে থাকে এবং জলও অপরিষ্কার হবেনা। তবে এই ধরনের বায়োফ্লেক টেকনিক খরচসাপেক্ষ হলেও ভালো রকম লাভের সম্ভবনা রয়েছে।

এক গ্রামে এক কৃষক গুরুবচন সিং তিনি চার একর জমিতে মৎস পালন করে প্রতি মাসে দু লাখ টাকা উপার্জন করছেন। তা ছাড়াও আপনি একটু কষ্ট করে বায়োফ্লেক টেকনিকের মাধ্যমে ব্যবসা শুরু করলে তাহলে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। যদি কেউ চান তাহলে মাটি কেটে পুকুর বানিয়ে মৎস পালন করে ভালো রকম আয় করতে পারবেন।