সংসার ভাঙ্গানো ছাড়া কিছু শেখাচ্ছে না শ্রীময়ী! অবিলম্বে বন্ধ করা হোক এই ধারাবাহিক, দাবি নেটিজেনদের

বন্ধ করতে হবে শ্রীময়ী। এই দাবি উঠে এসেছে বহু মানুষের কাছ থেকে। স্টার জলশা খ্যাত জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী একসময় একেবারে টিআরপির টপ লিস্টে ছিল কারণ শ্রীময়ী ধারাবাহিকের গল্পে ছিল একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের এক গৃহবধুর গল্প। নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে সে কিভাবে নিজের সংসারে আবদ্ধ ছিল নিজের দায়িত্বে কর্তব্যরত সেই গল্পই ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। শ্রীময়ীর জীবনে তার অসুখী দাম্পত্য জীবনের সমস্ত রকম অবসান ঘটিয়ে শ্রীময়ী তার জীবনে তার কলেজ জীবনের ভালোবাসা রহিত সেনকে নিজের স্বামী হিসাবে মেনে নিয়ে শুরু করেছে এক নতুন সংসার।

তবে দিন বাড়ার সাথে সাথে বেড়ে গেছে সমালোচনার সাথে তীব্র নিন্দার ঝড়। গল্পের মোড় ঘুরতে না ঘুরতেই আপত্তি জানিয়ে একাধিক সমালোচনা করতে শুরু করেছে দর্শকেরা।

এক সময়ে যে ধারাবাহিক টিআরপির একেবারে প্রথমে ছিল আজ সেই ধারাবাহিক এখন একেবারে নিচের দিকে। এতদিন যারা শ্রীময়ীর সমর্থন করেছেন তারাই এখন তীব্র প্রতিবাদের সুরে শ্রীময়ী বন্ধের দাবি করছেন।

যেই ধারাবাহিক এক সময়ে টিআরপি লিস্টে ১ থেকে ৫ এর মধ্যে থাকতো আজ তা হঠাৎ কেন এত নীচে নেমে গেল? এর একটাই কারণ এই ধারাবাহিকে সম্পর্কের যে জটিলতার বিষয়। অনিন্দ্য থেকে জুন, ডিঙ্কা থেকে অর্ণা প্রায় সকলেরই দুটো করে বিয়ে দেখিয়ে দিয়েছেন চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। সর্বশেষ শ্রীময়ীর সাথেও রহিত সেনের বিয়ে দিয়ে যেন ষোলো কলা পূর্ণ করলেন লেখিকা।

গল্পের মোড় ঘোরার পরেই দর্শকদের একাংশের অভিযোগ উঠেছে। সমাজের বুকে এই গল্প অনেকটা বাজে প্রভাব ফেলছে। এই ধারাবাহিকের ফলে যুব সমাজের বুকে একটা বিরাট বাজে প্রভাব পড়ছে। অভিনেতা অভিনেত্রীদের থেকেও সবথেকে বেশি সমালোচনার মুখে ফেলা হচ্ছে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়কে।

দর্শকদের মতে, লীনা গঙ্গোপাধ্যায় অভ্যস্ত হয়ে পড়েছেন দুটো করে বিয়ে দিতে দিতে, তার গল্পের চরিত্র গুলোর শুধু মাত্র দুটো করে বিয়ে দেওয়াটাই তার কাছে যেন একমাত্র লক্ষন। এছাড়াও রহিত সেন ও শ্রীময়ীর বিয়ের পরে তাদের দাম্পত্য জীবনের গল্পেও দর্শকদের কাছে ‘ন্যাকামি’ বলে মনে হচ্ছে। অনেকেই তাদের বিভিন্ন রকম মন্তব্য জানিয়েছেন, কেউ বলেছেন, “বাড়িতে আর সিরিয়াল দেখা যাবে না”। আবার কেউ কেউ বলেছেন, “শ্রীময়ী ধারাবাহিক বন্ধ হোক, সমাজে কুপ্রভাব ফেলছে এই ধারাবাহিক”।

তবে এই বিষয় নিয়ে কোনরকম মাথা ব্যাথা করছেন না শ্রীময়ী ওরফে ইন্দ্রানী হালদার। এখনও তিনি প্রচণ্ড ভাবে আশাবাদী শ্রীময়ী ধারাবাহিক নিয়ে। তিনি জানিয়েছেন, “বাংলা ধারাবাহিকে এক জন মহিলা এইরকম পদক্ষেপ নিতে পারে তাতে আমি খুশি, এই ধারাবাহিক সমাজকে একটা পথ দেখাবে”। এখনও পর্যন্ত বেশ কিছু জন আছেন যারা শ্রীময়ীর সমর্থন করছেন। তাদের কাছ থেকে কিন্তু ধারাবাহিক সমন্ধে কুমন্তব্য শোনা যায়নি বরং তারা প্রশংসাই করছেন।