২০ কোটির বাড়ি, ২৪ তোলা সোনা, নয়নতারা- ভিগনেশের বিয়েতে মিলেছে কোটি টাকার উপহার

দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন নয়নতারা (Nayantara) এবং অপরদিকে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত প্রযোজক হলেন ভিগনেশ শিবন (Vignesh Shivan)। তাঁরা গত ৬ বছর ধরে সম্পর্কে ছিলেন বলে মিডিয়া সূত্রে খবর রয়েছে। এর আগে অনেকবারই তাঁদের বিয়ের গল্প শোনা গেলেও,সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ৯ই জুন বিয়ে সারলেন তাঁরা। তামিলনাড়ুর মহাবলিপুরমের কাছে একটি বিলাস বহুল রিসোর্টে খুব জাঁকজমক ভাবে তাঁদের বিয়ের অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান(Saharukh Khan) থেকে রজনীকান্ত(Rajnikant)-এর মতো বিশিষ্ট ব্যাক্তিরা। তিনি তাঁর বিয়ের অনুষ্ঠানে বিশিষ্ট জনদের থেকে অনেক দামি উপহার পেয়েছেন। এই নিবন্ধে তাঁদের বিয়েতে পাওয়া ৪ টি এমন উপহার সম্পর্কে জানাবো, যার মূল্য কয়েক কোটি টাকা।
১) নয়নতারা তাঁর স্বামীকে একটি বিলাস বহুল বাংলো উপরহার দিলেন, যার মূল্য কয়েক কোটি টাকা –
অভিনেত্রী নয়নতারা তাঁর স্বামীকে একটি দামি বাংলো উপহার হিসেবে দিয়েছেন। যার মূল্য প্রায় ২০ কোটি টাকা। তবে তাঁদের বিয়ের আগেই অভিনেত্রী এই বাংলো কেনার যাবতীয় কাগজপত্র রেডি করে রেখে ছিলেন।
২) ননদের থেকে উপরহার পেলাম ২৪ ভরি সোনা –
এই বিয়েতে নয়নতারা ২৪ ভরি সোনা উপহার পেয়েছেন। যা তাঁর ননদ অর্থাৎ ভিগনেশ শিবনের বোন তাঁকে উপহার হিসাবে দিয়েছেন।
৩) উপহারে ছিল ৫ কোটি মূল্যের হীরের আংটি
তাঁর স্বামী ভিগনেশ বিয়েতে তাঁকে একটি হীরার আংটি উপহার দিয়েছেন বলে জানা যাচ্ছে। যার মূল্য ৫ কোটি টাকা। স্বামীর দেওয়া এই আংটিটি নয়নতারা বিয়ের দিন পড়েছিলেন।
৪) বিগ্নেশ সুন্দরী স্ত্রীর গহনার জন্য খরচ করেছেন ২-৩ কোটি
একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ভিগনেশ তাঁদের বিয়েতে শুধু গহনার জন্য ২ থেকে ৩ কোটি টাকা খরচ করেছেন। বিশেষ বিষয় হলো তাঁর সুন্দরী স্ত্রী নয়নতারা বিয়ের দিন শুধুমাত্র তাঁর স্বামীর দেওয়া গহনাই পরেছিলেন।