কালচে ভাব উধাও করতে বাড়িতেই বানিয়ে ফেলুন এই হোম মেড প্রোডাক্ট, মুখের জেল্লা দেখে আপনিও চমকে যাবেন

কালচে ভাব উধাও করতে বাড়িতেই বানিয়ে ফেলুন

শীতকালীন সময়ে খুব বড় সমস্যা হলো ত্বকর শুস্কতা। শীত পড়লেই ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে পড়ে। এই শুষ্কতা দূর করতে অনেকেই নানা ক্রিম ব্যাবহার করেন। এ জন্য বাজারে অনেক ক্রিমই রয়েছে। তবে অনেক ক্রিমই কেমিক্যাল দিয়ে তৈরি হয়। যা ত্বকের পক্ষে ক্ষতিকারক। তাই আজ আপনাদের এমন কিছু ক্রিমের কথা বলবো যা আপনি ঘরোয়া উপায়ে বানিয়ে নিতে পারেন। এই ক্রিম বানিয়ে রাতে মেখে আপনার শীতে শুষ্ক হয়ে যাওয়া ত্বক সুন্দর করে তুলুন (Winter Skin Care) । চলুন জেনে নিন ক্রিম তৈরি করার উপায় (Winter Skin Care Tips)।

১) অলিভ অয়েল ক্রিম (Olive Oil Cream)

Olive Oil Cream

অলিভ অয়েল খুবই গুণ সম্পন্ন। যা ত্বকের পক্ষেও খুবই উপকারী। এই অয়েল ত্বকে ব্যাবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। তাই এই তেল ব্যবহার করে আপনি রোজ মাখতে পারেন। এই ক্রিম বানানোর জন্য প্রয়োজন পড়বে ১/২ কাপ ভার্জিন অলিভ অয়েল, ২ টেবিল চামচ নারকেল তেল এবং ১ টেবিল চামচ বিসওয়্যাক্স। সব উপকরণ একটি পাত্রে মিশিয়ে নিয়ে গরম করুন এবং গলে একটি মিশ্রণ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। প্রস্তুত হয়ে গেলে রোজ রাতে মেখে ত্বকের যত্ন নিন।

২) গ্লিসারিন ক্রিম (Glycerine Cream)

Glycerine Cream

 

গ্লিসারিন ক্রিম বানানোর জন্য প্রয়োজন পড়বে ২ টেবিল চামচ গোলাপ জল, ১ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ আমন্ড অয়েল এবং ১ টেবিল চামচ গ্লিসারিন। আমন্ড অয়েল এবং নারকেল তেল ভালো করে মিশিয়ে গরম করুন। তারপর তাতে গ্লিসারিন ও গোলাপ জল মিশিয়ে ঠান্ডা করে নিন। তৈরি হয়ে যাবে গ্লিসারিন ক্রিম।এই সব উপকরণ দিয়ে ক্রিম বানিয়ে মাখলে ত্বক আর্দ্র থাকবে। এই ক্রিমে যে যে উপকরণ আছে তার সব কটিই ত্বকের জন্য খুব উপকারী।

৩) অ্যালোভেরা ক্রিম (Aloevera Cream)

Aloevera Cream

অ্যালোভেরা ত্বকের জন্য অনেক উপকারী। অনেকেই ত্বকের যত্ন নিতে অ্যালোভেরা জেল ব্যাবহার করেন। আজ এই অ্যালোভেরা ব্যাবহার করে এমন এক ক্রিম তৈরির কথা বলবো, যা আপনার ত্বককে খুবই সুন্দর করে তুলবে। মুখের দাগ ছোপ কমাতেও এটি দারুণ কাজ দেবে। এর জন্য একটি পাত্রে ২ চামচ গোলাপ জল, ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং ১ চা চামচ ল্যাভেন্ডার অয়েল ভালো করে মিশিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে ক্রিম।

৪) কোকোয়া বাটার ক্রিম (Cocoa Butter Cream)

Cocoa Butter Cream

১ টেবিল চামচ ভার্জিন অলিভ অয়েল ও ১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ২ টেবিল চামচ কোকোয়া বাটার মিশিয়ে তৈরি করে নিন কোকোয়া বাটার ক্রিম। প্রসঙ্গত, কোকোয়া বাটার ত্বকের জন্য খুবই উপকারী। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে। নিয়ম করে এটি মুখে মাখলে মুখ আর্দ্র থাকবে।