এই সপ্তাহে আনন্দে হাসছে সূর্য, NASA-র স্যাটেলাইট জারি করলো অদ্ভুত ছবি

NASA-র স্যাটেলাইট জারি করলো অদ্ভুত ছবি

বিজ্ঞানীরা প্রতিনিয়ত মহাকাশ নিয়ে নানারকম গবেষণা করে চলেছেন। এরফলে আমাদের সামনে উঠে আসছে নতুন নতুন তথ্য। একইভাবে সূর্য নিয়েও বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করে চলেছেন। সূর্য না থাকলে পৃথিবী অন্ধকারে ডুবে থাকতো, জনবসতি হতো না। এই সূর্য একটা আগুনের বলয়। রোজ সকাল সন্ধ্যা আপনি সূর্যকে দেখেন। তবে কখনো কি সূর্যকে হাসতে দেখেছেন? সম্প্রতি নাসার (NASA) বিজ্ঞানীরা স্যাটেলাইট ক্যামেরার সাহায্যে সূর্যের হাসির ছবি (The Sun Smiling) তুলেছেন।

Scientists

ছবিটি গত বৃহস্পতিবার সকালে নাসা স্যাটেলাইট ক্যামেরা (Satellite Camera) থেকে তোলা হয়েছে। এই ছবি দেখে অনেকে বলছেন চলতি সপ্তাহে সূর্য অনেকটাই ঘুষ মেজাজে রয়েছেন। নাসা এটি সোশ্যাল মিডিয়া (Social Media) শেয়ার করেছে। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,’আজ নাসার সোলার ডাইনামিক্স অবজারভেটরি ক্যামেরায় সূর্যের ‘হাসি’ বন্দী করেছে।  অতিবেগুনী রশ্মিতে দেখা যায়, সূর্যের এই অন্ধকার দাগগুলিকে করোনাল হোল বলা হয় এবং এমন অঞ্চল যেখানে শক্তিশালী সৌর বায়ু মহাকাশে প্রবাহিত হয়।”

ছবিটিকে খুব কাছ থেকে দেখলে মনে হবে সূর্য কারো দিকে তাকিয়ে হাসছে। নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরি দিয়ে তোলা ছবিতে দেখা যাচ্ছে সূর্যের দুটি কালো চোখ রয়েছে। এর সাথে রয়েছে একটি গোল নাক ও একটি খুশি হাসি।
এই ছবিটি খুব কাছ থেকে দেখলে মনে হয় তিনি আমাদের দিকে তাকিয়ে হাসছেন।

Nasa Satelite

নাসা সোলার ডায়নামিক্স অবজারভেটরি (Solar Dynamics Observatory) চালু করেছিল। যা মহাকাশে বিচরণ করছিল ও সূর্যের গতিবিধির উপর নজর দিচ্ছিল। ২০১০ সালে নাসা এটি তৈরি করেছিল। এটি প্রধানত স্থানের আবহাওয়া অধ্যয়ন করতে এবং তারার উজ্জ্বলতা এবং বিস্ফোরণ ট্র্যাক করতে সাহায্য করে। এর দ্বারা ২০১৪ সালে সূর্যের আরেকটি ছবি ধরা পড়েছিল। তখন সূর্য হ্যালোইন-ওয়াই জ্যাক-ও-ল্যানটার্নের মুখে ফ্লান্ট করেছিল।