পার্সোনালিটি’র দিক থেকে একাধিক বলি অভিনেতাকে পিছনে ফেলে দেবে নানা পাটেকারের ছেলে, দেখুন ছবি

বলিউডের একজন সিনিয়র অভিনেতা হলেন নানা পাটেকার (Nana Patekar). যিনি তাঁর উচ্চকণ্ঠ এবং সংলাপের জন্য বিশেষভাবে পরিচিত। ১৯৫১ সালে তিনি জন্মগ্রহণ করেন একটি মারাঠা পরিবারে। তিনি ১৯৭৮ সালে ‘গামন’(Gaman) সিনেমার মধ্যে দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেন। এরপর থেকে অনেক হিট ছবিতে তিনি কাজ করেছেন এবং বেশির ভাগ সময়ই তাঁকে ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা গেছে। তিনি দুর্দান্ত ভাবে খলনায়কের ভূমিকায় অভিনয় করতেন, যার জন্য তিনি বিশেষ পরিচিতিও লাভ করেছেন। প্রায় চার দশক ধরে তিনি সিনেমাতে অভিনয় করে আসছেন। তাঁর নিজস্ব একটি বিশাল ফ্যান বেশ আছে এবং ভক্তরা তাঁকে খুব ভালোবাসে ও শ্রদ্ধা করেন। তিনি প্রত্যেকটি চরিত্রই খুব ভালো ভাবে অভিনয় করেন এবং তাঁর অভিনয় দর্শকদের খুব আনন্দ দেয়।

খুব সরল ভাবে জীবন যাপন করতে পছন্দ করেন এই অভিনেতা

 

নানা পাটেকার যে চরিত্রে অভিনয় করেন, সেই চরিত্রটি তিনি দুর্দান্ত অভিনয় এর মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলেন। দর্শকেরা তাঁর সেই সব চরিত্র খুবই পছন্দ করেন। তিনি এখনো পর্যন্ত অনেক সুপার হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন এবং দর্শকরাও তাঁর ছবিকে খুব ভালোবাসা দিয়েছেন। তবে তিনি সিনেমার মতোই ব্যাক্তিগত জীবনেও খুব সাধারণ ভাবে থাকতে পছন্দ করেন। যদিও তাদের কোন কিছুরই অভাব নেই। তবুও তিনি সরল ভাবে জীবন যাপন করতেই পছন্দ করেন। অভিনেতার এমন জীবন যাপনের স্টাইল তাঁর ভক্তদেরও পছন্দের।

নানা পাটেকরের ছেলে খুবই সুদর্শন

সম্প্রতি তিনি তাঁর ছেলের কারণে খবরের শিরোনাম আসছেন। তাঁর পুত্রের নাম মালহার পাটেকার (Malhar Patekar)। কিছুদিন আগে তাঁর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে সকলে খুবই হতবাক হয়েছে। ছবিতে তাঁকে খুবই সহজ-সরল দেখাচ্ছে।আসলে তিনিও তাঁর বাবার মতোই সহজ সরল ভাবে জীবন যাপন করেন। ছবি দেখে বোঝা যাচ্ছে যে, স্টার কিডসরা আজকাল যেখানে বিলাসবহুল ভাবে থাকতে পছন্দ করেন সেখানে নানা পাটেকারের পুত্র খুবই সহজ-সরল ভাবে জীবন যাপন করেন। আপনাদের জানিয়ে রাখি , বাবা ছেলে দুজনেই একে অপরের ভালো বন্ধু।

বিখ্যাত অভিনেতারাও হার মানবে নানা পাটেকার কাছে

পাটেকার পুত্র মালহার তাঁর বাবাকে সবচেয়ে ভালো বন্ধু মনে করেন। এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকতে পছন্দ করেন তাঁর পুত্র। নানা পাটেকর এই ইন্ডাস্ট্রিতে আসার আগে ইন্ডিয়ান আর্মিতে যুক্ত ছিলেন। তবে আজ তাঁর নিজস্ব পরিচয় রযেছে এই ইন্ডাস্ট্রিতে এবং তাঁর কাজের মাধ্যমে তিনি সিনেমা জগত থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রতেও নিজের ছাপ রেখেছেন। তিনি একজন সফল অভিনেতার পাশাপাশি একজন সমাজ সেবকও। প্রায়শই তিনি কৃষক সহ অনেক গরিব মানুষদের সাহায্য করেন। আর তাই তাঁর অভিনয়ের সাথে সাথে সামাজিক কাজ মানুষের হৃদয় ছুঁয়ে যায়, যার জন্য তিনি অন্যান্য জনপ্রিয় অভিনেতাকেও পিছনে ফেলে দেন।