পুজোর আগেই বড়ো উপহার পেলো দেশ! বিমানযাত্রা করে ৮ টি চিতা বাঘ উড়িয়ে আনা হলো ভারতে

১৯৫০-এর দশকে ভারত (India) থেকে বিলুপ্ত হয়ে যায় এক চিতা। তাই ভারতে চিতার ফের বংশবৃদ্ধি করাতে আফ্রিকা থেকে আটটি চিতাকে (Namibia Cheetah) আনা হয়েছে ভারতে। নামিবিয়া থেকে এসে মধ্যপ্রদেশের কুনো পালপুর জাতীয় উদ্যানে ঠাঁই পাবে এই চিতাগুলি। ১৭ সেপ্টেম্বর আফ্রিকা থেকে আটটি চিতাকে উড়িয়ে আনা হয়েছে ভারতে। বিশেষ ভাবে পরিবর্তিত বি-৭৪৭ জাম্বো জেট বিমানে নামিবিয়া থেকে এসে কুনো পালপুর জাতীয় উদ্যানে ঠাঁই পায় এই চিতাগুলি।

Namibia Cheetah

১. ১৯৫০-এর দশকে ভারত থেকে বিলুপ্ত হয়ে যায় এই চিতা প্রজাতি। তাই ভারতে চিতার পর্যাপ্ত বংশবৃদ্ধি করতে আফ্রিকা থেকে আটটি চিতাকে আনা হয়েছে ভারতে। নামিবিয়া থেকে এসে মধ্যপ্রদেশের কুনো পালপুর জাতীয় উদ্যানে ঠাঁই পায়েছে এই চিতাগুলি। বিশেষ ভাবে পরিবর্তিত বি-৭৪৭ জাম্বো জেট বিমানে এই চিতাগুলিকে ভারতে নিয়ে আসা হয়েছে।

২. যে বি-৭৪৭ বিমানে করে চিতাগুলিকে আনা হয়েছে তার সামনের অংশে আঁকা হয়েছিল একটি চিতার মুখ।

img 20220918 083825

৩. চিতা আনার জন্য নতুন ভাবে সাজানো হয়েছে বি-৭৪৭ বিমানটির ভিতরের অংশ। বিমানের ভিতরের মূল অংশের বেশির ভাগ জায়গা ফাঁকা করে সেখানে রাখা হয় পশু রাখার খাঁচা। এই খাঁচাগুলিতে ভরেই চিতাগুলিকে ভারতে উড়িয়ে নিয়ে আসা হবে।

৪. যাত্রাপথে চিতাগুলির যাতে কোনও অসুবিধা না হয় তা দেখে রাখার জন্যই পশুচিকিৎসকদের রাখা হয়েছিল বিমানের ভিতরে। প্রয়োজনে খাঁচা খুলে চিতাগুলির চিকিৎসা করার অনুমতিও দেওয়া হয়েছিল ওই পশুচিকিৎসকদের।

৫. পশুচিকিৎসক ছাড়াও ওই বিমানে ছিলেন বিশেষ ভাবে প্রশিক্ষণ প্রাপ্ত বেশ কিছু নিরাপত্তারক্ষী।

৬. মূলত দূরপথে যাত্রার জন্যই তৈরি করা হয়েছিল বি-৭৪৭ বিমানটি।

৭. বি-৭৪৭ বিমান এক টানা ১৬ ঘণ্টা উড়তে পারে। অর্থাৎ নামিবিয়া থেকে ভারতে আসার সময় জ্বালানি ভরার জন্য কোথাও দাঁড়াতে হয় নি এই বিমানটিকে। চিতাগুলিকে সুস্থ ভাবে ভারতে নিয়ে আসাই ছিল গুরুত্বপূর্ণ কাজ।

৮. ভারতীয় বন বিভাগের এক জন আধিকারিক জানিয়েছেন, পুরো যাত্রাপথে চিতাগুলিকে খালি পেটে রাখা হবে। তাদের যাতে বমি বমি ভাব বা অন্য কোনও অসুবিধা না হয় তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছিল।

img 20220918 083803

৯. ১৭ সেপ্টেম্বর এই কার্গো বিমানে করে রাজস্থানের জয়পুরে আটটি চিতা নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ছিল পাঁচটি মহিলা এবং তিনটি পুরুষ চিতা৷

১০. এর পর হেলিকপ্টার করে জয়পুর থেকে মধ্যপ্রদেশের শেওপুর এলাকার কুনো জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়েছিল এই চিতাগুলিকে। যেখানে তারা স্থায়ী ভাবে বসবাস করবে।