মহাকাশে পাওয়া গেলো রহস্যময়ী নক্ষত্র! সূর্যের থেকেও শক্তিশালী এই গোলা দেখে চোখ কপালে বিজ্ঞানীদের

মহাকাশে পাওয়া গেলো রহস্যময়ী নক্ষত্র

মহাকাশ নিয়ে কত টুকু জানি? কত টুকুইবা রহস্য ভেদ হয়েছে তাও অনেকের অজানা। মহাকাশ নিয়র নানা সময় নানা অজানা তথ্য বেরিয়ে এসেছে। যা অবাক করেছে বিশ্ব বাসীকে। যেমন ধরুন মহাকাশে ১০০ বিলীন বেশি গ্যালাক্সি রয়েছে। এছাড়া পৃথিবী ছাড়াও কি অন্য কোনো গ্যালাক্সি বা নক্ষত্রে প্রাণ আছে তা নিয়েও নানা রহস্য ও গবেষণা চলে আসছে। এবার মহাকাশ নিয়ে আরো এক নয়া রহস্য সামনে আসলো। কি এই রহস্য চলুন বিস্তারিত জেনে নিন।

ASAP - Sun

আসলে পৃথিবী থেকে কয়েক কোটি আলোক বর্ষ দূরে এক রহস্যময় জিনিসের সন্ধান পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। এই জিনিসটি খুবই আশ্চর্যময় ও রহস্যে ভরা। কেননা এই বস্তুতে যে আলোক রশ্মি আছে তা কোনো মানুষের চোখকে জ্বলিয়ে দিতে পারে কয়েক সেকেন্ডে। দুরুত্বের কথা বললে এটি পৃথিবী থেকে ৩৮০ কোটি প্রকাশ বর্ষ দূরে অবস্থিত।

মহাকাশে অবস্থিত এই রহস্যময় বস্তুটি সূর্যের তুলনায় প্রায় ৫৭ হাজার কোটি গুন বেশি উজ্জ্বল। তবে পৃথিবী থেকে এ দূরত্ব অনেক হওয়ায় এই বস্তুটি দেখা সম্ভব নয়। তবে বস্তুটি আসলে কি তা নিয়ে বৈজ্ঞানিক মহলে তৈরি হয়েছে নানা জল্পনা। অনেকে বলছেন এটি গ্যাসীয় গোলা আবার অনেকে বলছেন এটি দুর্লভ ম্যাগনেটার ৷ বিজ্ঞানীরা এটিকে সবচেয়ে উজ্জ্বল ও শক্তিশালী গোলা হতে পারে বলে মনে করছেন।

Sun

সর্ব প্রথম এই গোলার সন্ধান পেয়েছে অলস্কাই অটোমেটেড সার্ভে অফ সুপার পাওয়ার (ASAS-SN)। যদি এই গোলার শক্তির কথা বলা হয় তবে এটি ম্যাগনেস্টার স্কেলে ১১ স্কেলের উপরে থাকবে। এমনটাই জানিয়েছেন ওহায়ো বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোনমির অধ্যাপক ফ্রিজিস্তাফ স্তানেক। তিনি আরো বলেন যে, এই কেন্দ্রে খুব বেশি আলো রয়েছে এবং খুব দ্রুত গতিতে এটি ঘুরছে। এছাড়া এই বস্তুটির মধ্যে ম্যাগনেটিক শক্তি থাকায় তা যে কোনো বস্তুকে নিজের দিকে টানতে সক্ষম। তবে এ নিয়ে হ্যাভেল স্পেস টেলিস্কোপ আরো রহস্য উন্মোচন করবে।