মুম্বাই এয়ারপোর্টে আটকে দেওয়া হলো শাহরুখ খানকে, দিতে হলো ৭ লক্ষ টাকার জরিমানা

বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন শাহরুখ খান (Shahrukh Khan)। তিনি বলিউডে কিং খান নামে পরিচিত এবং বহু লোকের মনে রাজত্ব করেন তিনি। শাহরুখের (Sharukh Khan) ভক্তরা দেশের সাথে সাথে বিদেশে ছড়িয়ে রয়েছে। সবাই তার ব্যাপারে জানার জন্য, তাকে একবার দেখার জন্য অপেক্ষা করে থাকে। এমনকি তার নতুন নতুন ফিল্ম মুক্তি কবে পাবে সেই জন্য অপেক্ষা করে থাকে ভক্তরা। যেমন পরের বছর শাহরুখ ও দীপিকার অভিনীত ফিল্ম দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করে রয়েছে ভক্তরা আর এই ফিল্মের কারণে প্রায় সবসময় আলোচনার বিষয় হয়ে থাকেন শাহরুখ। কিন্তু সম্প্রতি একটি অন্য কারণে আলোচনার বিষয় হয়ে উঠেছেন শাহরুখ। আসলে সম্প্রতি একটি ইভেন্ট থেকে ফেরত আসার সময় মুম্বাই এয়ারপোর্টে শাহরুখকে আটকে নেয় এয়ারপোর্টের কাস্টম কর্মকর্তারা (Airport custom Officers) । কারণ শাহরুখের কাছে কিছু এমন জিনিস পাওয়া গেছিল যার জন্য কাস্টম ডিউটি দেওয়া হয়েছিল। তাই শাহরুখ খানকে ৬.৮৩ লাখের পেনাল্টি বা জরিমানাও দিতে হয়। আসুন এই আর্টিকেলের মাধ্যমে এই বিষয় আরো বিস্তারিত জেনেনি।

UAE গিয়েছিলেন শাহরুখ খান। ১১ই নভেম্বর শারজাহ আন্তর্জাতিক বইমেলায় (Shariah international book fair) অংশ নেওয়ার কথা ছিল তার। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার পরে তিনি ব্যক্তিগত চার্টার্ড প্লেনে মুম্বাই ফিরছিলেন। মুম্বাইয়ে পৌঁছানোর পর শাহরুখকে থামিয়ে দেয় মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষরা (Airport custom Officers) এবং তার জিনিসপত্র পরীক্ষাও করা হয়। রিপোর্ট থেকে জানা গেছে শাহরুখের লাগেজে ১৮ লাখ টাকার ঘড়ি পাওয়া গেছে। এসব ঘড়ির জন্য কাস্টম ডিউটি  ​​দেওয়া হয়নি। তাই শাহরুখকে ৬.৮৩ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে। যতক্ষণ এইসব প্রসেস চলছিল ততক্ষণ তাকে বিমানবন্দরেই আটকে রাখা হয়েছিল বলে জানা গেছে।

শারজাহ (Sharjah international book fair) এক্সপো সেন্টারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শাহরুখ খানকে গ্লোবাল আইকন অফ সিনেমা অ্যান্ড কালচারাল ন্যারেটিভের পুরস্কার দেওয়া হয়। এরপর সাংবাদিক ফে ডিসুজার সঙ্গে কথাও বলেন তিনি। এই সাক্ষাতকারে শাহরুখ খান তার পরিবার ও চলচ্চিত্র সম্পর্কে কথা বলেছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাকে এত সফল দেখে তার বাবা-মায়ের কেমন প্রতিক্রিয়া হতো যদি তারা এখনো বেঁচে থাকতেন? জবাবে শাহরুখ বলেন যে- ‘আমার মনে হয় আমার মা প্রথম বলযেন যে- ‘তুমি খুব রোগা হয়ে গেছ। নিজের ওয়েট গেন করো। কিছু ওজন উপর করা. তোমার মুখটা কেমন হয়ে গেছে, ভেতরে ভেতরে। তোমার গাল ভিতরে ঢুকে গেছে। কিন্তু আমার মনে হয় আমাকে দেখলে আমার মা বাবা দুজনেই গর্বিত হতো। আর এতেই আমি আমার কৃতিত্ব বিবেচনা করি। আমি আমার সন্তানদের যেভাবে মানুষ করেছি তা দেখে তারা খুব খুশি এবং গর্বিত বোধ করত। আমি মনে করি তারা খুশি হতো আমাকে দেখে।’

২০১৮ সাল থেকে শাহরুখ খান কোনো ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেননি। ফিল্ম ‘পাঠান’-এর মাধ্যমে আবার কাম ব্যাক করছেন তিনি। শাহরুখ খানের পাশাপাশি এই ফিল্মে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের মতো অভিনেতাদেরও। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত, এই ফিল্মটি ২৫ জানুয়ারী ২০২৩-এ মুক্তি পাবে।