ধনী ব্যক্তির শিরোপা হারাতে পারেন মুকেশ আম্বানি! বন্ধ হতে চলেছে 1400 টি পেট্রোল পাম্প..

প্রতিনিয়ত বেড়েই চলেছে পেট্রোল, ডিজেলের দাম। যার প্রভাব ক্রেতা থেকে বিক্রেতা সবার উপরেই এসে পড়ছে। এমনপরিস্থিতিতে ভারতের সবথেকে ধনী ব্যাক্তি মুকেশ আম্বানিকেও এরজন্য বড়সড় লোকসান ওঠাতে হতে পারে বলে মনে করা হচ্ছে। খবর অনুযায়ী তেলের অতিরিক্ত মূল্যবৃদ্ধির ফলে মুকেশ আম্বানির (Mukesh Ambani) ১৪০০ পেট্রোল পাম্প বন্ধ হওয়ার মুখে এবং এর ফলে বিশাল ক্ষতি হয়ে যেতে পারে আম্বানি গ্রুপের।

আপনাদের জানিয়ে রাখি যে, বর্তমানে সারা ভারতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ১৪০০ টিরও বেশি পেট্রোল পাম্প রয়েছে। রিলায়েন্স এবং বিপি পিএলসি মিলিত ভাবে এই পাম্পগুলি পরিচালনা করে। এই পেট্রোলপাম্পগুলি Jio BP নামে পরিচিত। বিশ্ববাজারে অপরিশোধ তেলের দাম যে হারে বাড়ছে তাতে সবথেকে বেশি ক্ষতি হচ্ছে কোম্পানির ডিলারদের। তারা জানিয়েছেন প্রতি লিটার জ্বালানিতে তাদের ১০ থেকে ১২ টাকার লোকসান হচ্ছে। এরকমপরিস্থিতিতে তারা অনেকেই মনে করছেন ডিজেলের সরবরাহ অর্ধেক করে দিয়ে তাদের ক্ষতিপুরনের ব্যাবস্থা করতে হবে রিলায়েন্সকে।

বিহারের একজন ডিলার জানিয়েছেন কোম্পানিটি বর্তমানে পেট্রোল পাম্পকে বন্ধ হওয়ার হাত থেকে বাঁচাতে বিকল্পগুলি রাস্তাগুলি দেখছেন। যেমন আর্থিক সাহায্য দেওয়া বা জ্বালানি সরবরাহর কথা তারা বিবেচনা করছেন। আন্তর্জাতিক স্তরে অপরিশোধিত তেলের দাম যখন বাড়ছিল,তখন দেশে পেট্রোল এবং ডিজেলের দাম সে অনুযায়ী বাড়েনি। ফলে একেবারে দামের বৃদ্ধির ফলেই এরকম চাপের মুখে পড়তে হচ্ছে কোম্পানিকে।

জ্বালানির দাম বৃদ্ধি ফেব্রুয়ারী থেকে খুচরা শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে, যার মধ্যে Jio BP অন্তর্ভুক্ত রয়েছে। ২০০৮ সালে মূল্যবৃদ্ধির কারনেই পেট্রোল পাম্প বন্ধ করতে হয়েছিল রিলায়েন্সকে। পরে কোম্পানির পক্ষ থেকে ডিলারদের ক্ষতিপূরণও দেওয়া হয়েছিল। বর্তমানেও আবারও একি পরিস্থিতির সম্মুখীন হয়েছে এই কোম্পানি। ইতিমধ্যেই রিলায়েন্স অনেক স্থানে তাদের পেট্রোল পাম্প বন্ধ করে দিয়েছে। আবার অনেক স্থানে সপ্তাহে মাত্র ৩ থেকে ৪ দিন পেট্রোল পাম্প খুলছে।

Related Articles

Back to top button