কোনো ৫ স্টার হোটেল না বরং এই হোটেল থেকে প্রতি সপ্তাহে খাবার অর্ডার করেন মুকেশ আম্বানি

ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন শিল্পপতি (businessman) মুকেশ আম্বানি (Mukesh Ambani)। শুধু তাই নয় মুকেশ আম্বানির (Mukesh Ambani) নাম গোটা পৃথিবীর ১০ জন সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ৭ নম্বরে রয়েছে। বলা যেতে পারে মুকেশ আম্বানি এই পৃথিবীর ধনী ও বিখ্যাত শিল্পপতিদের (Business man)মধ্যে অন্যতম। তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক। তার জন্যই আজ ‘রিলায়েন্স ইন্ডাস্ট্রি’র (Reliance Industry) এত জনপ্রিয় একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। এছাড়া জানিয়ে দি মুকেশ আম্বানি ও তার পরিবার প্রায় তাদের ব্যবসা, ব্যক্তিগত জীবন ও বিশেষ করে লাক্সারি জীবনযাপনের জন্য আলোচনার বিষয় হয়ে থাকে।

mukesh ambani

বলা যেতে পারে পৃথিবীতে এমন কোনো লাক্সারি বস্তু নেই যেটা আম্বানি পরিবারের কাছে নেই। পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি থেকে শুরু করে সবচেয়ে দামি গাড়ি পর্যন্ত সবকিছুই রয়েছে আম্বানি পরিবারের কাছে। তবে আম্বানি পরিবারে মুকেশ আম্বানির থেকেও বেশি তার স্ত্রী ব্যবসা ও তার লাক্সারি লাইফ স্টাইলের জন্য আলোচনার বিষয় হয়ে থাকেন। এছাড়া আম্বানি পরিবারের অন্যান্য সদস্য যেমন মুকেশ আম্বানির ৩ সন্তান ও মুকেশ আম্বানির ভাই ও তার পরিবারও বেশ আলোচনার বিষয় হয়ে থাকেন।

Mumbai Swati snacks restaurant

গত ১৯ এপ্রিল ৬৬ বছরে পা দিয়েছেন তিনি। তাই বয়স হওয়ার কারণে খাওয়া দাওয়া খুব নিয়ম মেনে করেন তিনি। একটা সাক্ষাৎকারেও এই কথা জানিয়েছিলেন তিনি। তবে খাবারের পরিমাণ কম হলেও খেতে কিন্তু খুব ভালোবাসেন তিনি। তবে অবাক করা বিষয় হলো ইচ্ছা হলেই দেশ-বিদেশের নামীদামী রেস্টুরেন্টে খাবার খেতে পারলেও তিনি এমনটা না করে নির্দিষ্ট একটি রেস্টুরেন্ট থেকে খাওয়ার অর্ডার করেন। কারণ অন্য কোনো রেস্টুরেন্টের খাওয়ার তার পছন্দ হয় না সে যত বড় রেস্টুরেন্ট হোক না কেন। তবে মুকেশ আম্বানির এই পছন্দের রেস্টুরেন্ট থেকে অনেক বলিউড সেলিব্রিটি ও নামিদামি ব্যক্তিরা খাওয়ার অর্ডার করে থাকে। এই রেস্টুরেন্টটি মুম্বাইতেই অবস্থিত (Mumbai resturent)।

Food

সম্প্রতি অ্যাপেলের সিইও টিম কুক ভারতে এসে এই রেস্টুরেন্টে খাওয়ার খেয়ে ছিলেন ও এই রেষ্টুরেন্টের তৈরি বড়াপাও খেয়ে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সেলিব্রিটি ও সাধারণ মানুষের প্রিয় মুম্বাইয়ের এই রেস্টুরেন্টের নাম হলো ‘স্বাতী স্ন্যাকস’ (Swati snacks)। এই রেস্টুরেন্ট মুম্বাইয়ের ভাটিয়া হাসপাতালের সামনে অবস্থিত। এখানকার দই বড়া আর ভেলপুরি মুকেশ আম্বানির সবচেয়ে বেশি পছন্দ। প্রতি সপ্তাহে এই রেস্টুরেন্ট থেকে খাবার যায় মুকেশ আম্বানির বাড়িতে।