এবার সেমিকন্ডাক্টরের ব্যবসাতে নামতে চলেছেন মুকেশ আম্বানিও, সরাসরি দেবেন গৌতম আদানিকে টেক্কা!
সেমিকন্ডাক্টরের ব্যবসাতে নামতে চলেছেন মুকেশ আম্বানি

দেশের অন্যতম শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani)। যিনি নিজের ব্যাবসা ক্রমাগত বাড়িয়ে চলেছেন। প্রসঙ্গত দেশের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি (Goutam Adani)। তিনি গত কয়েক বছরে ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজের ব্যবসা সম্প্রসারণ করছেন। পিছিয়ে নেই মুকেশ আম্বানি। এই দুই শীর্ষ ধনী ব্যক্তির মধ্যে চলছে দারুন প্রতিযোগিতা। জানা যাচ্ছে, গৌতম আদানির সঙ্গে পাল্লা দিতে এবার সেমিকন্ডাক্টর ব্যবসায় (Semiconductor Business) পা রাখতে চলেছেন মুকেশ আম্বানি। আজকের প্রতিবেদনে এ নিয়ে বিস্তারিত জানাবো। চলুন বিস্তারিত জেনে নিন।
মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) এবং আইটি সেক্টরের জায়ান্ট এইচসিএল (HCL) সেমিকন্ডাক্টর ব্যবসায় প্রবেশ করতে চলেছে। মিডিয়া সূত্রে এমনই খবর উঠে এসেছে। উভয় সংস্থা আইএসএমসি অ্যানালগের (ISMC Analog) শেয়ার কিনবে বলে জানা যাচ্ছে। যদি তা সত্যি হয় তাহলে উভয় কোম্পানি আইএসএমসি অ্যানালগের ৩০% করে শেয়ার কিনবে। প্রসঙ্গত, ISMC এনালগ হল মুম্বাই-ভিত্তিক নেক্সট অরবিট ভেঞ্চারস এবং ইসরায়েলি প্রযুক্তি কোম্পানি টাওয়ার সেমিকন্ডাক্টরের মধ্যে একটি উদ্যোগ। এই সংস্থা মহীশূরে একটি প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে।
ইকোনমিক টাইমস-এ একটি তথ্য প্রকাশ পেয়ছে। যেখান থেকে রিলায়েন্স এবং এইচসিএল সেমিকন্ডাক্টর ব্যাবসায় প্রায় ৪০০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানা যাচ্ছে। যদিও রিলায়েন্স বা এইচসিএল কোম্পানির পক্ষ থেকে এমন কোনো তথ্যই প্রকাশ করা হয়নি। তবে এই দুই সংস্থাই প্রথম নয়। এর আগে অনিল আগরওয়ালের কোম্পানি বেদান্ত গ্রুপ তাইওয়ানের ফক্সকনের সাথে সহযোগিতায় গুজরাটে একটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপন করার পরিকল্পনা করেছিলেন। তবে যদি সত্যিই রিলায়েন্স এবং এইচসিএলও সেমিকন্ডাক্টর ব্যবসায় পা রেখে, তবে ভারতে এই ক্ষেত্রের আধিপত্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
করোনা মহামারির সময় ভারতে সেমিকন্ডাক্টরের বেশ ঘাটতি দেখা গিয়েছিল। ফলে সে সময় গাড়ি কোম্পানির উৎপাদন অনেক কমে গিয়েছিল। এছাড়া অনেক প্ল্যান্ট বন্ধও হয়েগিয়েছিল। সেমিকন্ডাক্টার অনেক কিছুতে ব্যবহার করা হয়ে থাকে। গাড়ি থেকে শুরু করে মোবাইল ফোন সব কিছুতে সেমিকন্ডাক্টর ব্যাবহার করা হয়ে থাকে। এছাড়া টিভি, ল্যাপটপ, ওয়াশিং মেশিন, স্মার্টওয়াচের মতো জিনিসেও সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়।