বিধবা হয়েও প্রতিটা অনুষ্ঠানে কেন গোলাপি রঙের শাড়ি পড়েন মুকেশ আম্বানির মা কোকিলাবেন

ভারতের ধনপতিদের ইতিহাসে যার নাম সবার প্রথমে আসে, তিনি হলেন মুকেশ আম্বানি। তাঁর এবং তাঁর পরিবারের বিলাসবহুল জীবন যাপন অনেকেরই তাক লাগিয়ে দেয়। তবে আজ আপনাদের জানাবো, মুকেশ আম্বানির মা কোকিলাবেনের সম্পর্কে।

কোকিলাবেনের জন্ম হয় গুজরাটের জামনগরে ১৯৩৪ সালে। তাঁর বিয়ে হয় ১৯৫৫ সালে, ধীরুভাই আম্বানির সাথে। যিনি রিলায়েন্স জিওর প্রতিষ্ঠাতা। কোকিলাবেন এবং ধীরুভাই আম্বানির চার সন্তান- মুকেশ আম্বানি , অনিল আম্বানি, মিনা এবং দীপ্তি।

তবে আজ এক ইন্টারেস্টিং জিনিস আপনাদের জানাবো, আমাদের দেশে সাধারণত আগেকার দিনের মহিলারা তাদের স্বামী মারা যাওয়ার পর সাদা শাড়ি পরিধান করতো বা করে। কিন্তু কোকিলাবেন পারিবারিক বা সামাজিক অনুষ্ঠান হোক তিনি গোলাপি শাড়ি পড়েন।

তিনি বলেন বেদ শাস্ত্রীয় অনুসারে, শান্তি এবং প্রবিত্রতার প্রতীক বলা হয়ে থাকে গোলাপী রঙকে।
তিনি তাঁর বাড়িতে প্রাচীন তিজ উৎসব খুব ধুমধামের সাথে পালন করেন। তাঁর শাড়ি ডিজাইন করে বিখ্যাত ফ্যাশান ডিজাইনরা, আবু জানি সন্দীপ খোসলা এবং সব্যসাচী।

তাঁর এবং তাঁর স্বামী ধীরুভাই আম্বানির নামে মুম্বাইয়ে সুপার স্পেশালিস্ট হাসপাতাল আছে। তিনি বেড়াতে খুব পছন্দ করেন। তিনি দামি জামা-কাপড়, গয়না এবং শাড়ি খুব পছন্দ করেন।