শীঘ্রই ভারত ছাড়তে পারেন মুকেশ আম্বানি, জীবনের শেষ দিনগুলি দুবাইয়ের এই রাজকীয় বাড়িতেই চলেছেন কাটাতে

ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন শিল্পপতি (businessman) মুকেশ আম্বানি (Mukesh Ambani)। শুধু তাই নয় মুকেশ আম্বানির (Mukesh Ambani) নাম গোটা পৃথিবীর ১০ জন সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ৭ নম্বরে রয়েছে। বলা যেতে পারে মুকেশ আম্বানি এই পৃথিবীর ধনী ও বিখ্যাত শিল্পপতিদের (Business man)মধ্যে অন্যতম। এছাড়া জানিয়ে দি মুকেশ আম্বানি ও তার পরিবার প্রায় তাদের ব্যবসা, ব্যক্তিগত জীবন ও বিশেষ করে লাক্সারি জীবনযাপনের জন্য আলোচনার বিষয় হয়ে থাকে। বিশেষ করে মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি (Nita Ambani)প্রায় আলোচনার বিষয় হয়ে থাকেন। বলা যেতে পারে পৃথিবীতে এমন কোনো লাক্সারি বস্তু নেই যেটা আম্বানি পরিবারের কাছে নেই। সবচেয়ে দামি বাড়ি থেকে শুরু করে সবচেয়ে দামি গাড়ি পর্যন্ত সবকিছুই রয়েছে আম্বানি পরিবারের কাছে।

Mukesh Ambani

সম্প্রতি শিল্পপতি মুকেশ আম্বানি একটি বিশেষ কারণে আবার আলোচনার বিষয় হয়ে রয়েছেন। আসলে সম্প্রতি একটি খবর শোনা গেছে যে খুব শীঘ্রই মুকেশ আম্বানি ও তার পরিবার দেশ ছেড়ে দুবাই অর্থাৎ বিদেশে গিয়ে বসবাস শুরু করবেন। এই খবর সামনে আসার পর চারিদিকে উত্তেজনার সৃষ্টি হয়েছে ও মুকেশ আম্বানিকে নিয়ে গোটা দেশের মানুষ আলোচনা করছে। তবে জানিয়ে দি এই বিষয়ে মুকেশ আম্বানি কোনো কনফার্মেশন দেয়নি তাই বলা যেতে পারে এটি একটি গুজব। তবে মুকেশ আম্বানি দেশ ছেড়ে চলে যাবে এমন অনুমান সবার করার কারণ হলো মুকেশ আম্বানি যেইভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক বাড়ি কিনছেন, অফিস কিংবা ব্রাঞ্চ খুলছেন তাতে এমনটাই নাকি অনুমান করছেন অনেকে। ইংল্যান্ড, আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দ্বীপ রাষ্ট্রে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মুকেশ আম্বানির সম্পত্তি। তবে দুবাইয়ে (Dubai)মুকেশ আম্বানির কেনা নতুন প্রাসাদের মতো বাড়িটি সবার নজর কারছে আর তাই অনেকে অনুমান করছে যে আম্বানি পরিবার দুবাইয়ের এই নতুন বাড়িতে গিয়ে বসতি স্থাপন করবে। আসুন এই আর্টিকেলের মাধ্যমে এই বিষয় বিস্তারিত জেনেনি।

ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি মুকেশ আম্বানি কিছুদিন আগে দুবাইয়ে ৭৯ মিলয়ন অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬৮০ কোটি টাকার বাড়ি কিনেছে। এছাড়া তার এই বাড়িটির আগেও তিনি দুবাইতে আরেকটি বাড়ি কিনেছিলেন যার মূল্য ছিল ১৬৩ মিলিয়ন। দুবাইয়ে (Dubai) মুকেশ আম্বানি যেইভাবে নিজের সম্পত্তি সংখ্যা বৃদ্ধি করেছেন তা দেখে অনুমান করা হচ্ছে যে তিনি ভারত ছেড়ে পরিবার সমেত দুবাইয়ে গিয়ে বসতি স্থাপন করতে পারেন। বিশেষ করে মুকেশ আম্বানি যখন তার ছেলে অনন্ত আম্বানির নামে ১৬৩ মিলিয়ন খরচ করে দুবাইয়ের পাম জুবেইরাতে বাড়িটি কিনলেন তখন থেকে পাকাপাকি ভাবে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে আম্বানি পরিবার ভারত ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। এমনকি শুধু দুবাইতেই নয়, বিশ্বের আরও বিভিন্ন দেশে এরকম রাজকীয় প্রাসাদ বিক্রি হলেই তা কিনে নিয়ে সম্পত্তি বাড়াচ্ছেন আম্বানি।

এছাড়া সিঙ্গাপুরেও তিনি একটি নতুন অফিস চালু করেছেন। এখানে তার অফিস চালু করার উদ্দেশ্য হল তিনি এবার বিশ্বব্যাপী তার ব্যবসা বাড়াতে চান। শুধু আর ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না রিলায়েন্স। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবসা যাতে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায় তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। বর্তমানে অবশ্য মুম্বাইতে অ্যান্টিলিয়া নামের একটি রাজকীয় বাড়িতে পরিবার সমেত দিন কাটাচ্ছেন তিনি। এই অ্যান্টিলিয়া বাড়িটি পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি। এই বাড়িটির মূল্য হলো ১৫ হাজার কোটি টাকা। এই বাড়িটি ২৭ তলার আর এই বাড়িতে মুকেশ আম্বানি তার স্ত্রী, ছেলে ও ছেলে বউ নিয়ে সুখে সংসার করেন। মুকেশ আম্বানির মেয়ের যদিও বিয়ে হয়ে গেছে তবুও কিন্তু মেয়েদের জন্য দুটি ফ্লোর বরাদ্দ করা রয়েছে অ্যান্টিলিয়া বাড়িটিতে। এই বাড়িতে ৬০০ এর বেশি কর্মচারী কাজ করে ও তাদের স্যালারি যেকোনো কর্পোরেট কোম্পানির ওয়ার্কারের তুলনায় অনেক বেশি। এই বাড়িতে কাজ করা ড্রাইভার, বাগানের মালি, রান্নার রাঁধুনী সবার মাসিক মাইনেই ১ লক্ষ টাকার বেশি।