দিন শেষ চলেছে নেটফ্লিক্স, অ্যামাজন, ডিজনির! IPL-র হাত ধরে এবার OTT প্লাটফর্মে এন্ট্রি হতে চলেছে আম্বানির

বর্তমান সময়ে মানুষ খুবই কাজের মধ্যে ব্যাস্ত হয়ে উঠছেন। এদিকে সময়ের সাথে পাল্লা দিতে সব জিনিস হয়ে উঠছে ডিজিটাল। মানুষ কাজের মধ্যেই এখন বিনোদন নিতে চান। সে কারণে মোবাইলের মাধ্যমেই খেলাধুলা থেকে শুরু করে সিনেমা সব কিছুই দেখতে পছন্দ করেছেন মানুষ। আর এই ডিজিটালের হাত ধরে ওটিটি প্লাটফর্মের রমরমা দিন দিন বেড়েই চলেছে। বেড়ে চলেছে ওটিটি প্লাটফর্মের সংখ্যা। অ্যামাজন থেকে শুরু করে নেটফিলক্স, ডিজনি, হটস্টার ইত্যাদি ওটিটি প্লাটফর্ম (OTT Platform) বর্তমানে উপলব্ধ রয়েছে। সম্প্রতি আইপিএলের ডিজিটাল স্বত্বকে নেবে তা নিয়ে বিভিন্ন প্লাটফর্মের মধ্যে হয়ে গেলো তুমুল লড়াই। যা থেকে বোঝা যায় আগামী দিনে ওটিটি প্লাটফর্ম কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

IPL

মিডিয়া সূত্রে খবর, ভারতের ধনী ব্যাবসায়ী তথা মুখেশ আম্বানিও(Mukesh Ambani) এবার এই বাজার ধরতে উঠে পড়ে লেগেছে। ইতিমধ্যেই তাঁর সংস্থা ভায়াকম ১৮ (Viacom 18) আইপিএলের ডিজিটাল স্বত্ব কিনেছে। তবে শুধু ডিজিটাল প্লাটফর্মেই নয়, টিভিতেও তাঁর কোম্পানি জায়গা করতে চাইছে। শোনা যাচ্ছে, ফুটবল বিশ্বকাপের টেলিভিশনে স্বত্ব কিনেছে তাঁর কোম্পানি, যেখানে ইউপরোপের ফুটবল লীগও দেখাবেন হবে বলে জানা যাচ্ছে। তবে আইপিএলের জন্য টেলিভিশন স্বত্ব কিনতে পারেনি তাঁর কোম্পানি। তা সত্বেও আইপিএলের ডিজিটাল স্বত্ব কিনে তাকে ভায়াকম ১৮-এর অন্তর্ভুক্ত করলেন মুখেশ আম্বানি (Mukesh Ambani).

মুখেশ আম্বানির সংস্থা ভায়াকম ১৮ টেলিভিশনের থেকে ডিজিটাল স্বত্ব কিনতে বেশি আগ্রহ দেখিয়েছে। কেননা ওটিটি প্লাটফর্মে তাঁর কোম্পানির ভুট নামক অ্যাপ থাকলেও তা জনপ্রিয় নয়। এদিকে হটস্টার(Hotstar), নেটফ্লিক্স(Netflix) এবং অ্যামাজনের(Amazon) বাজার এখন রমরমা। এদিকে ভুটের(Voot) মোট গ্রাহক ১০ লাখের মতো, সেখানে বাকি তিন ওটিটি-র গ্রাহক, এক একজনের ১ কোটিরও বেশি। যেখানে নেটফ্লিক্সে ‘স্ট্রেঞ্জার থিংস’(Stenger Thing’s), ‘লিটল থিংস’(Little Thing’s), ‘লক অ্যান্ড কি’(Lock & Key), ডিজনিতে ‘স্পেশ্যাল অপস’(Special Ops), ‘রুদ্র’(Rudra), ‘আরিয়া’(Ariya) বা অ্যামাজনে ‘পঞ্চায়েত’(Panchayat), ‘ফ্যামিলি ম্যান’(Family Man) ওয়েব সিরিজ গুলি অনেক জনপ্রিয়তা পেয়েছে।

Mukesh Ambani

অপর দিকে ভুটের সাফল্য বলতে শুধু অসুর ওয়েব সিরিজ। এর বাইরে এই অ্যাপে ভাইয়াকম চ্যানেলের বিভিন্ন সিরিয়াল ও অনুষ্ঠান দেখানো হয়। অনেক মানুষই এই অ্যাপটা সম্পর্কে জানেন না। ভায়াকম সংস্থা ভুট অ্যাপ সম্পর্কে মানুষের ধারণা বদলাতে চায়। তাই মুকেশ আম্বানির এই সংস্থা ভুট প্লাটফর্মের উপর বেশ জোর দিয়েছে। তবে আইপিএল ভুটে দেখানো হবে নাকি অন্য কোন অ্যাপ লঞ্চ করবে তা এখনো স্পষ্ট নয়।