ইমরান হাসমি কে চুমু খেয়েই বিপদ! শুধুমাত্র একটি বলিউড সিনেমা নষ্ট করে দিয়েছিল বাঙালি অভিনেত্রীর ক্যারিয়ার

বলিউড ইন্ডাস্ট্রি এর একটি হিট ছবি ছিল ‘আশিক বানায়ে আপনে’। এই ছবি টি তে অভিনয় করেছিলেন বলিউড এর কিস কিং ইমরান হাশমি (Imran Hasmi) ও নাম করা অভিনেত্রী তনুশ্রী দত্ত (Tanushree Dutta)। সেই সময় তনুশ্রী তখন বলিউড ইন্ডাস্ট্রি তে বেশ নাম করেছিলেন। সেই সময় এক এর পর এক সিনেমা তে তার অভিনয় এর ঝলক ফুটে উঠেছে, সেই সময় এর একজন হিট অভিনেত্রী দের মধ্যে একজন ছিলেন তিনি। দর্শক এরা তনুশ্রী দত্ত এর জন্য পাগল ছিলেন। এরপর তার অভিনয় জীবন এর সব থেকে বেশি হিট সিনেমা তে নাটক করে ফেলেন তিনি। আর সেই সিনেমা নিয়ে আসে তার জীবনে কালো মেঘের ছায়া। আর সেই ছবিটি এর নাম হল ‘আশিক বানায়া আপনে’ যেটি তিনি ইমরান হাসমি এর সাথে একসাথে অভিনয় করেন।তনুশ্রী দত্ত সেই সময় এতো বড়ো একটা বোল্ড চরিত্রে, তার নিজের সাহসী অভিনয়ের জন্য বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। ‘আশিক বানায়া আপনে’-তে তার সাহসী অভিনয় ও বোল্ড দৃশ্য দেখা যায়। অনেক গুলো বোল্ড দৃশ্য যেমন নগ্ন হয়ে কিসিং সিন এ নাটক করতে দেখা গিয়েছে তাকে।

এই সিনেমা তার ক্যারিয়ার এর জীবন এ ইতিহাস গড়ে দিলে কিন্তু এর পর এ অভিনয় জগত থেকে তনুশ্রী দত্ত নামটি আস্তে আস্তে হারিয়ে যায়। এক সময় বলিউড ইন্ডাস্ট্রির জগতে তনুশ্রী দত্ত কে আর খুঁজে দেখতে পাওয়া যায়নি। কিন্তু এরকম হওয়ার পিছনে কারণ কী? এবার নিজেই সেই বিষয় মুখ খুললেন অভিনেত্রী।

তার অভিনয় এর কেরিয়ার জীবনে শেষ বিখ্যাত সিনেমা হল ‘আশিক বানায়া আপনে’, যেটি আমরা কম বেশি সবাই দেখেছি। এই সিনেমা তে ইমরান হাশমির সঙ্গে অনেক গুলো বোল্ড দৃশ্য তে অভিনয় করেন তনুশ্রী দত্ত। সিনেমা টি তে তার চাওনি দিয়ে যেমন তিনি দর্শক দের মন মাতিয়েছেন তেমনি তার বোল্ড এবং লাস্যময়ী অভিনয় নজর কেড়েছিল দর্শক এদের।

কিন্তু তনুশ্রী দত্ত বর্তমানে এই সিনেমা টি অভিনয় করে ফেলার জন্য আক্ষেপ প্রকাশ করেন। কারণ ‘আশিক বানায়া আপনে’ ছবিটি অভিনেত্রীর ইমেজ একটু অন্যভাবে প্রতিফলন করেছিল। আর ঠিক সেই কারণ এ তিনি তারপর থেকে সমস্ত সিনেমা তে এই ধরনের চরিত্রে বোল্ড ও লাস্যময়ী সিনে অভিনয় করার অফার পান শুধু। যা প্রথমেই বারণ করে দেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।

Related Articles

Back to top button