মাত্র ৩৫ হাজার টাকা বিনিয়োগে মিলবে ৩ লাখ টাকা আয়ের সুযোগ, সরকারও দেবে ভর্তুকি

বর্তমান সময়ে বেকারত্ব দিন দিন বাড়ছে। ফলে মানুষের ব্যাবসার দিকে ঝোঁক ক্রমশ বেড়ে চলেছে। তবে অনেক সময় অধিক ইনভেসমেন্টের (Investment) কারণে অনেকেই ব্যাবসা (Business) থেকে পিছিয়ে আসেন। আবার কম ইনভেস্টে বেশি আয় করতে চান অনেকে, তবে সঠিক আইডিয়া না থাকার কারণে তা করতে পারেনা। আজ এই প্রতিবেদনে আপনাদের এমনই এক ব্যাবসার কথা বলবো যেখানে আপনি কম পুঁজি ইনভেস্ট করে অধিক মুনাফা (Profit) অর্জন করতে পারেন। হ্যাঁ! আপনি ঠিকই পড়ছেন। কম ইনভেস্টে বেশি আয় দেবে এমন একটি ব্যাবসা হলো মুক্তার ব্যাবসা (Pearl Business). যার জন্য আপনাকে প্রাথমিক ভাবে ৩৫ হাজার টাকা ইনভেস্ট করতে হবে এবং ওই টাকা ইনভেস্ট করে আপনি ১০ গুন লাভ করতে পারবেন, যা প্রায় ৩ থেকে ৩.৫ লাখ টাকা। চলুন তাহলে এই ব্যবসা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাই।

Pearl business

ব্যাবসার শুরুতে ৫০% ভর্তুকি দিয়ে সাহায্য করবে সরকার

প্রথমেই এই ব্যবসাটি করার জন্য দরকার পড়বে একটি পুকুরের। তবে যদি পুকুর আপনার না থাকে সেক্ষেত্রে আপনাকে একটি পুকুর খনন করিয়ে নিতে হবে। এক্ষেত্রেও রয়েছে সুবিধা। আপনি আপনার গ্রাম প্রধানের সাথে কথা বলে পুকুর খননের জন্য ৫০% ভর্তুকি পেতে পারেন। কারণ সরকারের তরফ থেকে পুকুর খননের জন্য রয়েছে ৫০% ভর্তুকি। ব্যবসাটি অধিক লাভজনক হওয়ার কারণে, এই ব্যাবসার প্রতি মানুষের ঝুঁকি বাড়ছে। বহু মানুষ ব্যাবসাটি থেকে লক্ষ লক্ষ টাকা আয় করছেন। তবে ব্যবসাটি শুরুর আগে আপনাকে প্রশিক্ষণ নেওয়াটা খুবই জরুরি। তার জন্য প্রথমে কিছু টাকা আপনাকে খরচ করে প্রশিক্ষনটি নিতে হবে। আপনি প্রশিক্ষনটি মুম্বাই বা মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ থেকে নিতে পারেন।

ঝিনুক থেকে মুক্ত তৈরির পদ্ধতি

এবার আসি কিভাবে ঝিনুক থেকে মুক্ত তৈরি করবেন তা নিয়ে। প্রথমেই আপনাকে জানিয়ে রাখি ভালো মানের ঝিনুক দক্ষিণ ভারত ও বিহারের দারভাঙ্গাতে পাওয়া যায়, যার গুণমান অনেক বেশি। ঝিনুক চাষের জন্য প্রথমেই আপনাকে কিছু সংখ্যক ঝিনুক কিনে তা ১০-১৫ দিন জালে বেঁধে পুকুরে ফেলে রাখতে হবে। এর মাধ্যমে ঝিনুক গুলি নিজেদের পরিবেশ তৈরি করে নেয় পুকুরটিতে। এর প্রায় ১৫ দিন পর ঝিনুকগুলি পুকুর থেকে তুলে অস্ত্রোপচারের মাধ্যমে, এর মধ্যে একটি কণা বা ছাঁচ ঢুকিয়ে তার উপর আবরণ দেওয়া হয়। কণার উপর এই আবরণটিই পরে মুক্তোতে রূপান্তরিত হয়। আর এভাবেই তৈরি হয় ঝিনুক থেকে মুক্ত।

ব্যাবসাটি করতে খরচ কত এবং তা থেকে লাভ কত পাওয়া যাবে?

Pearl Business

ব্যাবসাটির (Business) খরচ সম্পর্কে আগেই একটা ধারণা দেওয়া হয়েছে। এবারে বলি ঝিনুক প্রতিপালন করতে একটি ঝিনুক পিছু খরচ পরে ২৫ থেকে ৩৫ টাকা। যেখানে ১০০০ পিস ঝিনুকে আপনার খরচ পড়বে প্রায় ২৫-৩৫ হাজার টাকা, তবে পুকুর খননের খরচ বাদে। আপনাকে জানিয়ে রাখি একটি ঝিনুক থেকে আপনি ২ টি মুক্ত পেতে পারেন। বর্তমান বাজার অনুযায়ী একটি মুক্তার দাম যেখানে ১৫০ থেকে ২০০ টাকা। তাই যদি একটি ছোট পুকুরে আপনি ১০০০টি ঝিনুক ফেলেন। তবে তা থেকে আপনি ২০০০ টি মুক্তা পাবেন। যদি কিছু ঝিনুক মারাও যায়, তা হলেও আপনি প্রায় ৬০০-৭০০টির মতো ঝিনুক পাবেন। যা থেকে প্রাপ্ত মুক্তা গুলি বাজারে ২ থেকে ৩ লক্ষ টাকা দিয়ে বিক্রি হবে।