২ কোটি টাকায় বিক্রি হচ্ছে এই ছাগল, এত দামের পেছনের রহস্য শুনলে কপালে উঠবে চোখ

২ কোটি টাকায় বিক্রি হচ্ছে এই ছাগল

ছাগলের (Goat) দুধ থেকে মাংস খুবই সুস্বাদু। এখন অনেকেই ছাগল প্রতিপালন করে বহু অর্থ অর্জন করেছেন। ছাগল পালনের ব্যাবসা আর দারিদ্র্যপীড়িত পেশা নেই। দেশ থেকে বিদেশে এর মাংস রপ্তানি করা হয়। বাজারে এর দাম হয়ে থাকে কেজিতে ৭০০-১০০০ টাকা। তবে একটি ছাগলের দাম কোটি টাকা শুনেছেন কখনো? দাম শুনে নিশ্চয় অবাক হচ্ছেন। আজ আপনাদের এমনই এক ছাগলের কথা বলতে যাচ্ছি, যার দাম বিশ্বরেকর্ড (World Record) করে ফেলেছে। কি বিশেষত্ব রয়েছে এই ছাগল? যার জন্য এত দাম। চলুন প্রতিবেদন থেকে জেনে নিন।

Genetik Of Gilmore Goat

ঘটনাটি অস্ট্রেলিয়ার (Australia)। যেখানে একটি ছাগল বিক্রি করা হয়েছে। অবাক করা দামে (Price) ছাগলটি বিক্রি হলো। দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে। কয়েকজন মিলে এই ছাগলটি কিনেছেন। এর জন্য তাদের খরচ করতে হয়েছে ২ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অভিজাত অস্ট্রেলিয়ান সাদা সিন্ডিকেটের ৪ সদস্য ছাগলটি কেনার জন্য এই অর্থ খরচ করেছেন। তবে ছাগলটির যে এত দাম হবে তা ভাবতেই পারেননি ছাগলটির মালিক। ২ কোটি টাকায় বিক্রি হওয়ায় রীতি মতো দামের দিক থেকে বিশ্ব রেকর্ড করলো।

এত দাম দিয়ে বিক্রি হওয়ার পিছনে কি কারণ রয়েছে? কি বিশেষ গুন রয়েছে ছাগলটির মধ্যে? এ নিয়ে নানা প্রশ্ন বেঁধেছে মানুষের মনে। চলুন তাহলে বিশ্বরেকর্ড করা ছাগলের গুনাগুন জেনে নিন। এই ছাগলটি একটি বিশেষ জাতের ছাগল। এই ধরণের ছাগলগুলির গায়ে বড় বড় লোম থাকে। বাজারের চাহিদাও অনেক বেশি। বিশেষত মাংসের জন্য এর প্রবল চাহিদা রয়েছে। শুধু তাই নয়, ছাগলটি উন্নত জাতের, যা অন্য জাতের ছাগলকে উন্নত করতে সাহার্য করে। এগুলি দ্রুত বৃদ্ধি পায়।

Goat

ছাগলটি গিলমোর প্রজাতির ছাগল (Gilmore Goat)। এর জেনেটিক্স (Genetik Of Gilmore Goat) ব্যাবহার করে অন্য ছাগলের জাত উন্নত করা যায়। এই ছাগলের ক্রেতারা জানিয়েছেন, এর জেনেটিক্স ব্যাবহার করে অন্য ছাগলকে জাত উন্নত করবে। ভবিষ্যতে এই ধরণের ছাগলের দাম অনেকটা বেশি হবে এবং বেশি দামে বিক্রিও করা যাবে। অস্ট্রেলিয়ার সেন্ট্রাল নিউ সাউথ ওয়েলসে ছাগলটি বিক্রি হয়েছে, যা গত বছরের একটি রেকর্ড ভেঙেছে। প্রসঙ্গত, ২০২১ সালে ১.৩৫ কোটি টাকা দিয়ে একটি ছাগল বিক্রি হয়েছে। এবার ২ কোটি টাকা দিয়ে এই ছাগলটি বিক্রি হয়ে, সেই রেকর্ড ভাঙলো।