ভারতের সবচেয়ে দামি গাড়ি কিনে চমকে দিলেন শাহরুখ খান, দাম শুনলে কপালে উঠবে চোখ

ভারতের সবচেয়ে দামি গাড়ি কিনে চমকে দিলেন শাহরুখ খান

বলিউডের (Bollywood) তিন খানের মধ্যে এক খান হলেন শাহরুখ খান (Shahrukh Khan)। যাঁর আলাদা ভাবে পরিচয়ের দরকার পড়ে না। ভারতের মানুষ তো অবশ্যই, সমগ্র বিশ্বের মানুষই তাঁকে চেনেন। বিশ্ব জুড়ে অসংখ্য ভক্ত রয়েছে তাঁর। যদি সম্পত্তির কথা বলি তবে, শাহরুখ খান এশিয়ার সবচেয়ে ধনী অভিনেতা। বিশ্বের সর্বোচ্চ ধনী অভিনেতাদের মধ্যে তিনি চতুর্থ স্থানে রয়েছেন। সম্প্রতি শাহরুখ খান এক নতুন গাড়ি (Shahrukh Khan Buy New Car) কিনলেন। চলুন আরো বিস্তারিত খবর জেনে নিন।

বলিউডের কিং খান তথা শাহরুখ খানের মোট সম্পদের পরিমান ৭৭০ মার্কিন মিলিয়ন ডলার।
তাঁর প্রধান আয় চলচ্চিত্র থেকে। যেখানে তিনি কয়েক কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ (Pathan) ছবিটির জন্যও তিনি কয়েক কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। যে ছবিটি বেশ হিট হয়েছে। তাঁর সম্পদের মধ্যে রয়েছে বিলাসবহুল বাড়ি থেকে দামি গাড়ি। মুম্বাইয়ে রয়েছে ২০০ কোটি টাকা মূল্যের বিলাসবহুল বাংলো মান্নাত (Mannat)।

এবার তাঁর গ্যারেজে ঢুকলো নতুন গাড়ি। নাম রোলজ রয়েস কালিনান ব্ল্যাক ব্যাজ (Rolls Royce Cullinan Black Badge)। ‘পাঠান’ সিনেমার সাফল্যের পরই তিনি গাড়িটি কেনেন। কেনার আগে বেশ কিছুদিন ধরে গাড়িটি টেস্ট ড্রাইভ করা হয়। বর্তমানে গাড়িটি মান্নাতে পৌঁছেছে। গাড়িটি রং সাদা। যা দেখতে খুবই সুন্দর। সোশ্যাল মিডিয়াতে শাহরুখ খানের এই নতুন গাড়ির ছবি বেশ ভাইরাল হচ্ছে।

SRK

আর ছবি দেখেই মনে হচ্ছে যে এটা কিং খানের ছাড়া আর কারো নয়। কেননা গাড়িটির নম্বর প্লেটে একাধিক পাঁচ রয়েছে। আর পাঁচ শাহরুখ খানের প্রিয় ও শুভ নম্বর। অভিনেতার আগের গাড়ি গুলিতেও একাধিক পাঁচ রয়েছে। আর নতুন গাড়ি কিনেও নম্বরে রেখেছেন একাদিক পাঁচ। জানিয়ে রাখি, অভিনেতার নতুন গাড়িটির দাম ১০ কোটি টাকার বেশি। প্রসঙ্গত, রোলস রয়েস গাড়ির দাম এমনিতেই বেশি। তবে শাহরুখ খানের গাড়ির মূল্য অন্যান্য সব রোলস রয়েসের মূল্যের থেকে বেশি।

Related Articles

Back to top button