হিন্দু ছাড়া ভারত হবে না, হিন্দুদের হিন্দু হয়ে থাকতে হলে অখণ্ড ভারত গড়তে হবেঃ মোহন ভাগবত

খোদ অখন্ড ভারতের প্রস্তাব দিলেন RSS প্রধান মোহন ভাগবত। তাঁর আশঙ্কা ভারত থেকে হিন্দুদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। হিন্দুদেরও আবেগ কমে যাওয়ার কথা তিনি বলেছেন। তাই তিনি ভারতকে অখন্ড হিন্দু ভারত বানানোর উপদেশ দিয়েছেন।

নভেম্বরের শেষ শুক্রবার দিনে নয়ডায় মোহন ভাগবত তিনি তাঁর বক্তৃতায় বলেছিলেন, স্বাধীনতার সময় দেশের জন্য প্রচুর বিপ্লবীরা প্রাণ ত্যাগ করেছেন। তবু ইংরেজরা ভারতবর্ষ ছাড়বার সময় ভারত এবং পাকিস্তান কে আলাদা করে দিয়ে গিয়েছে। তাই দেশ বিভাজনএর কষ্ট কোনমতেই দেশের মানুষ কখনোই ভুলতে পারবেন না।

তিনি আরও বলেছেন ভারতে হিন্দুরা যুগ যুগ ধরে হিন্দুস্থানে বসবাস করছেন তাদের পরিবারকে নিয়ে। কিন্তু ক্রমশ হিন্দুর সংখ্যা কমছে ভারত বর্ষ থেকে অথবা হিন্দুদের আবেগ কমে যাচ্ছে ভারতবাসীর থেকে। এটা মোটেও কাম্য নয়। তাই তিনি হিন্দুদের জন্য অখন্ড ভারতের প্রস্তাব দিয়েছেন।