বড়ো ঘোষণা মোদী সরকারের, আগামী ৫ বছর দেশের যুবক যুবতীরা পাবে বড়ো সুযোগ

মোদি সরকার ভারতীয় যুবক যুবতীর কর্ম ব্যবস্থার জন্য ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিম চালু করেছিলো। ট্রেনিং এর শেষে যুবক যুবতীরা নিজের পায়ে দাঁড়াতে পারে তাঁর জন্য এই স্কিমের পরিকল্পনা নিয়েছিলো মোদী সরকার।

এই ট্রেনিং স্কিম আরো ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিলো মোদি সরকার। ক্যাবিনেটের তরফ থেকে এই প্রস্তাব রাখা হয়েছে। ৩০৫৪ কোটি টাকার অনুমোদন দিয়েছে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স। আগামী ৫ বছর অর্থাৎ ২০২৬এর ৩১শে মার্চ পর্যন্ত এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খরচের পরিমাণ আগের বছর গুলোর তুলনায় ৪.৫ গুণ বেশি।

মোদি সরকারকে প্রায় বলতে দেখা যায়, সাবকা সাথ , সাবকা বিকাশ, সাবকা প্রয়াস। তাই এই স্কিমের জন্য প্রথমদিকে ইঞ্জিনিয়ারিং এর জন্য সুবিধা দেওয়া হলেও পরের দিকে সেই সুবিধা বাড়ানো হয়েছে হিউম্যানিটিস, সায়েন্স এবং কমার্সদের জন্য।

এই স্কিমের উদ্দেশ্য হলো উদীয়মান শিল্পের দিকে লক্ষ দেওয়া। উদীয়মান শিল্পের মধ্যে পড়ে মোবাইল তৈরি, মেডিকেল সরঞ্জাম তৈরি, ফার্মা, ইলেকট্রনিক দ্রব্য এবং অটোমোবাইল শিল্প। আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস এই স্কিমের মধ্যে রয়েছে সেটি হলো লজিস্টিক খাতের জন্য দক্ষ মানবসম্পদ এবং গণ শক্তির অধীনে চিহ্নিত কানেক্টিভ তৈরির পরিকল্পনা এই স্কিমে রয়েছে।

এই প্রকল্প আবেদন করতে পারবে যাদের বয়স ১৬ বছরের ওপরে। এই স্কিমের মধ্যে বিভিন্ন রকম কোর্স রয়েছে। যারা স্নাতক সম্পূর্ণ করেছেন তাঁদের জন্য ৯ হাজার এবং ৮ হাজার টাকার স্টাইপেন্ড দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ৯ লক্ষ জনকে ট্রেনিং দেওয়ার কথা ভাবা হয়েছে।