মিঠির আসল পরিচয় কী? কবে স্মৃতি ফিরে পাবে মিঠাই! শেষমেশ সমস্ত রহস্য থেকে উঠল পর্দা
মিঠির আসল পরিচয়

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সিরিয়াল (Famous Serial) হলো মিঠাই। দীর্ঘদিন ধরে এই টেলিভিশন শো চলছে। সন্ধ্যা হলেই টিভি চালিয়ে বসে পড়েন ‘মিঠাই’ (Mithai)-এর দুস্টু মিষ্টি কথা শোনার জন্য। গত বছর জি বাংলায় (Zee Bangla)-তে এটি শুরু হয়। তবে এখন এই সিরিয়ালে এক নতুন মোড় এসেছে। মিঠাই সিরিয়ালে মিঠি নামে এক নতুন চরিত্রের আগমন হয়। অনেকেই বলছেন এই মিঠিই নাকি মিঠাই। এবারে এর রহস্য ফাঁস হলো। চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।
আসলে মিঠাই সিরিয়ালের নতুন চরিত্র মিঠিকে (Mithi) দেখতে অবিকল মিঠাইয়ের (Mithai) মতো। যা নিয়ে দর্শক মনে কৌতূহল শুরু হয়েছে। দুজনেই প্রাণোচ্ছ্বল, চঞ্চল স্বভাবের মানুষ। তবে লুকের সঙ্গে মিল পাওয়া গেলেও পোশাক-আশাক, চলন-বলন, হুরহুর ইংলিশের বদলে সঠিক এবং স্পষ্ট উচ্চারণে ইংরেজি বলায় অনেক পার্থক্য রয়েছে। তবুও দর্শক মিঠিকেই মিঠাই বলে মনে করছেন।
মিঠির খবরের কাগজে যখন মনোহরার (Monohora) নাম দেখেছিল, অনেকেই ভেবেছিল এই নাম দেখে তাঁর পুরানো স্মৃতি হয়তো ফিরবে। কারণ অনেকে মনে করছেন দুর্ঘটনার কারণে তাঁর স্মৃতি চলে গিয়েছে। তবে যখন মিঠি মোদক পরিবারে (Modak Family) আসলো, তাঁকে খুবই স্বাভাবিক লাগছিলো। তাঁর কোনো স্মৃতি ফিরে আসেনি। অন্যদিকে মিঠাই যেভাবে মোদক পরিবারের সঙ্গে মিশে গিয়েছেন, যেন তিনি এই বাড়ির দীর্ঘ দিনের সদস্য। এ নিয়ে দর্শকদের মনে নতুন করে কৌতূহল তৈরি হচ্ছে।
অন্যদিকে মনে করা হচ্ছে মিঠাই তাঁর খুনের তদন্ত করতে মিঠির ছদ্মবেশে এই বাড়িতে এসেছে। সে কিছুই ভুলে যায়নি। ভুলে যাওয়ার ভান করে রয়েছে। কেননা তাঁকে কে খুন করেছিল বা খুন করার চেষ্টা করে ছিল তা জানা যায়নি। সিদ্ধার্থ পুলিশের সাহার্য নিয়েও এটি জানতে পারেনি। এই কারণেই হয়তো মিঠাই মিঠির ছদ্মবেশ ধরে মোদক পরিবারে এসেছে। তবে আদতে কি হতে চলেছে। মিঠিই মিঠাই কিনা তা ক্রমশ প্রকাশ্য। সময় গেলেই আসল সত্যিটা জানা যাবে।