ছেলের জন্মদিনে কি করলেন মিঠাই, ছবি পোস্ট করে জানালেন অভিনেত্রী
ছেলের জন্মদিনে কি করলেন মিঠাই

বাংলা টেলিভিশনের অন্যতম একটি সিরিয়াল (Bengali Serial) হলো ‘মিঠাই’ (Mithai)। বাংলার ঘরে ঘরে সন্ধ্যা হলেই টিভির পর্দায় চোখ রাখেন ‘মিঠাই’ দেখার জন্য। এই ‘মিঠাই’ ধারাবাহিকের অন্যতম একটি চরিত্র শাক্য মোদক। যে মিঠাই এর ছেলে। মিঠাই হারিয়ে যাওয়ার পর শাক্যকে নিয়েই সিদ্ধার্থের জীবন শুরু হয়। এরপরই মিঠাই এর মত অবিকল দেখতে ‘মিঠির আবির্ভাব হয়। মিঠির সঙ্গে শাক্যর বন্ধুত্ব গল্পে এক নয়া মোড় আনে।
‘মিঠাই’ সিরিয়ালে মিঠি ও শাক্যের বন্ধুটি ও খুনসুটি সকলের পছন্দ। ছোট্ট শাক্যের ভূমিকায় অভিনয় করছেন ৫ বছর বয়সী শিশু অভিনেতা ধৃতিষ্মান চক্রবর্তী (Dhritiman Chakraborty)। গত কালই এই খুদে শিল্পীর জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন (Birthday) উপলক্ষে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) অর্থাৎ মিঠি, তাঁকে শুভেচ্ছা জানিয়েছে। অন স্ক্রিনের মতো অফ স্ক্রিনেও তাঁদের মধ্যে দারুণ বন্ধুত্ব।
সৌমিতৃষা কুন্ডু অর্থাৎ মিঠি এবং ধৃতিষ্মান চক্রবর্তী অর্থাৎ শাক্যের মধ্যে অন স্ক্রিনে খুনসুটি তো দেখেছেন। তবে জানিয়ে রাখি, অফ স্ক্রিনেও তাঁদের মধ্যে খুব খুনসুটি হয়। শুটিংয়ের ফাঁকে সারাক্ষন দুস্টুমি করে দুজনে। গত কাল খুদে বন্ধুর জন্মদিন উপলক্ষে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু নামক ফেসবুক অ্যাকাউন্ট (Soumitrisha Kundu Facebook) থেকে একটি পোস্ট করেছেন। যেখানে ধৃতিষ্মানের বিভিন্ন মুডের ছবিও দিয়েছেন তিনি। সঙ্গে লিখেছেন “শুভ জন্মদিন পার্টনার” (Happy Birthday Partner)।
আসলে দীর্ঘ দিন ধরে ঘন্টার পর ঘন্টা শুটিং করতে করতে তাঁরা একটা পরিবার হয়ে উঠেছে। এর আগে নানা রিলস ‘মিঠাই’ ধারাবাহিকের সেট থেকে প্রকাশ পেয়েছে। আর সেই সেটে এই খুদে থাকলে বিষয়টা আরো জমে ওঠে। সৌমিতৃষার এই পোস্টে অনেকেই এই খুদে শিল্পীর জন্য ভালোবাসা বর্ষণ করছেন। “হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দা ডে চ্যাম্প!” লিখে অনেকেই খুদে কে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে।