দিকে দিকে চলছে বিয়ের অনুষ্ঠান, সিঙ্গেলদের জন্য দুঃখ প্ৰকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মীরের

বলিউডে এখন বিয়ের মরশুম, এর মধ্যেই সদ্য গাঁটছড়া বেধেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ, আর আগামি তালিকায় নাম রয়েছে অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈনের। বলিউড এর তারকাদের পাশাপাশি সাধারণ মানুষকেও দেখা যাচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে।
ভারতে বিয়ে বাড়ির মরশুম এমন শুরু হয়েছে যে থামার নাম নিচ্ছে না। মনে হচ্ছে যেন লোকজন সুযোগ পেলেই বিবাহকার্য সেরে নিতে ব্যাস্ত হয়ে পড়েছে। আর এই এই নিয়েই মজার সুর তুলেছেন কৌতুক অভিনেতা মীর আফসার আলি।
বিয়ের সাজে ধুতি পাঞ্জাবি পরে নেট পাড়ায় ভাইরাল হয়েছে মীরের এক ছবি। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্ট করে তিনি লিখেছেন, বিয়ের মরশুমে সিঙ্গলদের জন্য বেশ চিন্তিত তিনি। নিজের ছবি শেয়ার করে মীর লেখেন, “এই ছবিটা সিঙ্গেলদের জন্য যাদের এখনও হলো না। এখন যাকে দেখছি সেই বিয়ে করেছে।”
এদিকে, নেট পাড়ায় বেশ কিছু দিন ধরে ভাইরাল হওয়া ভিকি ক্যাটের বিয়ের খবর কে বেশ উপভোগ করছিলেন নেটিজেনরা। অবশেষে বৃহস্পতিবার রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে তাদের চার হাত এক হয়।
মিডিয়ার অনেক বাধা থাকার পর ও নিজেরাই শেষমেষ বিয়ের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। মীর বেশ হাস্য কৌতুকের সাথেই লেখেন ‘ক্যাটরিনা কি সত্যিই ওকে ভালবাসে? নাকি এটা ভিকির কোনো কৌশল?’