চাপ বাড়ল মুকেশ আম্বানি সংস্থার! নতুন অবতারে হাজির Vi WiFi hotspot, একসাথে করা যাবে ১০ টি ডিভাইস কানেক্ট

রিলাইন্স জিও তরফ থেকে জিও ফাই সুবিধা দিয়ে থাকে গ্রাহকদের এবার ভোডাফোন আইডিয়া তরফ থেকে গ্রাহকদের এরকমই পোর্টেবল ওয়াই-ফাইয়ের (Portable Wi-Fi Device)র সুবিধা দেওয়া হবে। এটির নাম দেওয়া হয়েছে এমআইফাই ( VI Mifi). এই ডিভাইস বর্তমানে পাওয়া যাবে ব্যাঙ্গালুরু, পুণে, থানে, মুম্বাই, দিল্লি, চেন্নাই, গাজিয়াবাদ, গুরুগ্রাম, অহমদাবাদ, সুরাত, কোলকাতা, রাজকোট, কোচি এবং বড়দাতে।

এই ওয়াইফাই ডিভাইসে সুবিধা হবে, কোন ব্যক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে ব্যবহার করার জন্য। ভোডাফোন আইডিয়া সংস্থার তরফ থেকে আরও একটি বিশেষ তথ্য জানানো হয়েছে, এই ওয়াইফাই ডিভাইসের ব্যাপারে, সেটি হল মোট ১০ ডিভাইস একসাথে কানেক্ট করা যাবে। এটি খুবই ইউনিক স্টাইলে বানানো হয়েছে। এটা খুবই পাতলা, এটার ওজন খুবই হালকা।

এটার ইন্টারনেট স্পিড ১৫০ এমবিবিএস পর্যন্ত হবে। এই ডিভাইসটি চার্জ দেওয়ার ব্যাপারে কোন নির্দিষ্ট সময়সীমা নেই। ব্যাটারি বদলানোর প্রয়োজন হবে না গ্রাহকদের। কারণ এটার ব্যাটারি হল ২৭০০ এমএএইচ ব্যাটারির। এই ওয়াইফাই ডিভাইসের জন্য দুটো প্রিপেইড প্ল্যান আপাতত রয়েছে। প্রথমটি হলো, ৩৯৯ টাকার প্ল্যান এবং দ্বিতীয় প্ল্যান হলো ৪৯৯ টাকার।

৩৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে আপনি পাবেন ২০০ জিবি ডেটা রোল ওভার। সাধারন ৫০ জিবি ডেটা। সমস্ত ডেটা ফুরিয়ে গেলে প্রতিটি গ্রাহকের ২০ টাকা করে খরচ পড়বে। ৪৯৯ টাকা রিচার্জ প্ল্যানে থাকবে ৯০ জিবি ডেটা। তা ছাড়াও ২০০ জিবি ডেটা রোলওভার পাওয়া যাবে। সমস্ত ডেটা শেষ হয়ে গেলে 1gb জন্য ইউজারদের ২০ টাকা খরচ পড়বে। এই ডিভাইসটির দাম রাখা হয়েছে ২০০০ টাকা।