মোটা বেতনের চাকরি পেয়ে গিয়েছিলেন কানাডা, ২ দিনের মধ্যে কাজ হারালেন খড়গপুর IIT-র ছাত্র

IIT খড়গপুর (IIT KHARAGPUR) বিশ্বের নামকরা করা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির নাম এশিয়ার টপ ১০০ টি ইউনিভার্সিটির মধ্যে রয়েছেন তাই এই ইউনিভার্সিটিতে পরার স্বপ্ন দেখে প্রতিটি ছাত্রছাত্রী। আর IIT খড়গপুরে (IIT KHARAGPUR) যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তাদের প্লেসমেন্টও অনেক বড় বড় কোম্পানিতে হয়। কিন্তু সম্প্রতি এই ইউনিভার্সিটির এক স্টুডেন্টের সাথে ঘটে যাওয়া অঘটনের কারণে এই ইউনিভার্সিটি বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছে। আসুন এই আর্টিকেলে সেই ছাত্রের বিষয় বিস্তারিত জেনেনি।

IIT KHARAGPUR

আসলে IIT খড়গপুরের এক ছাত্র কিছুদিন আগে ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটায় (Meta)চাকরি পেয়েছিলেন। এরপর চাকরিতে জয়েন করার জন্য তাকে কানাডায় যেতে বলা হয়েছিল। কিন্তু যুবক চাকরিতে জয়েন করার ২ দিনের মাথায় তার সমস্ত স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। কারণ ২ দিনের মাথাটা কোম্পানি থেকে ছাটাই করে দেওয়া হয়। কর্মখালি সংক্রান্ত ওয়েবসাইট লিঙ্কড ইনে নিজেই এ কথা জানিয়েছেন হিমাংশু (Himangshu) ।

Meta

হিমাংশু (Himangshu) নিজের পোস্টে লিখেছেন যে মেটা (Meta) যে বিপুল কর্মী সঙ্কোচনের সিদ্ধান্ত নিয়েছে, তার জেরেই চাকরি গিয়েছে তাঁর। বিদেশে এসে এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে কী করবেন, ভবিষ্যতে কোথায় যাবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি সে কথাও জানিয়েছেন হিমাংশু। নিজের পোস্টে চাকরির খোঁজ চেয়ে আবেদনও জানিয়েছেন তিনি। ভারত বা কানাডায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে কোনও কর্মীর দরকার পড়লে, তাঁকে জানানোর অনুরোধও করেছেন তিনি।

Himangshu

আগামী দিনে মোট ১১ হাজার কর্মীকে ছাটাই করতে চলেছে তারা এমনটা স্বয়ং মেটা জানিয়েছে গত বুধবার একটি বিবৃতির মাধ্যমে। সংস্থার তরফে জানানো হয়, মোট কর্মী সংখ্যার অন্তত তেরো শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার প্রধান হিসাবে দুঃখ প্রকাশ করেন খোদ মার্ক জ়াকারবার্গ। মেটার একটি সূত্র মারফত জানা গিয়েছে, ‘মেটাভার্স’ প্রকল্পের জন্য ইতিমধ্যেই বিপুল টাকা বিনিয়োগ করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত লাভ হয়নি কিছুই। এই প্রকল্প সাফল্য না পাওয়ায় ২০০৪ সালের পর এই প্রথম বড়সড় আর্থিক লোকসান হয়েছে সংস্থার। সেই ক্ষতি সামাল দিতেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত।