ভুলে যান চাকরির চিন্তা! বাড়িতে বসেই আজই শুরু করুন এই ব্যবসা আর মাস গেলে আয় করুন মোটা টাকা

বাড়িতে বসে শুরু করুন এই ব্যবসা

কম বেশি মানুষ চাকরি (Job) ছেড়ে ব্যবসার (Business) দিকে ঝুঁকছেন অতিরিক্ত আয়ের জন্য। তবে ব্যবসা করার জন্য প্রথমেই দরকার মূলধন। মোটা অঙ্কের টাকা নিয়ে না নামলে ব্যবসা হয় না। তবে অনেকের হয়তো এটা জানা নেই, ব্যবসায় সমসময় অতিরিক্ত মূলধন নিয়ে নামলেই ভালোরকম উপার্জন হবে, তেমন কিন্তু কোন ব্যাপার নয়।

Masala Business

এমনও কিছু ব্যবসা রয়েছে , সেগুলি কম পুঁজিতে শুরু করা যায়। সেটা থেকে আপনি লক্ষ টাকা অবধি উপার্জন করতে পারবেন। এই ব্যবসাটি হলো মসলা মেকিং ইউনিটের (Masala Making Unit) ব্যবসা। এই ব্যবসার বিশেষ গুণ হলো, এটার চাহিদা সারা বছরই থাকে। আবার এটি শুরু করতে গেলে প্রচুর টাকার বিনিয়োগ করতে হয় না। আসুন এই ব্যবসার সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

এটি করতে কত খরচ হবে?

দেশে বিভিন্ন জাতের মসলা উৎপন্ন হয় লাখ লাখ। এটি তৈরি করাও খুব একটা কঠিন নয়। এটির আঞ্চলিক স্বাদ এবং গন্ধের ভিত্তিতে তৈরি করা হয়ে থাকে। খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের প্রতিবেদন অনুসারে, মসলার ইউনিট তৈরি করতে খরচ হয় ৩.৫০ লক্ষ টাকা। ৩০০ বর্গফুট বিল্ডিং শেডের জন্য খরচ হয় ৬০ হাজার টাকা।

Masala

বিভিন্ন সরঞ্জামের জন্য খরচ হয় ৪০ হাজার টাকা। এছাড়া কাজ শুরু করতে খরচ পড়বে ২.৫ লক্ষ টাকা। আপনার কাছে এত পরিমাণ টাকা না থাকলেও চিন্তার কোন ব্যাপার নেই। আপনি প্রধানমন্ত্রীর কর্মসংস্থান প্রকল্পের অধীনে ঋণ নিতে পারবেন। বছরে মসলা উৎপাদন হয়ে থাকে ১৯৩ কুইন্টাল। প্রতি কুইন্টাল হলো ৫৪০০ টাকা দরে। তাহলে এক বছরে মোট আয় হবে ১০.৪২ লক্ষ টাকা।