‘চোখের সামনে এসব দেখে আমি বিধস্ত’, কেন এমন কথা বললেন ৯৪ বছর বয়সী মোবাইল আবিস্কর্তা!

আজকের দিনে হাতে মোবাইল (mobile) নেই, এমন মানুষ খুঁজেই পাওয়া যায় না। বাচ্চা কিংবা বুড়ো সব সয়সের মানুষের হাতেই এখন একটা, অনেক সময় দুটো করেও মোবাইল দেখা যায়। তবে জানেন কি, প্রায় ৫০ বছর আগে মার্কিন ইঞ্জিনিয়ার মার্টিন কুপার (Martin Cooper) যে মোবাইল ফোন তৈরি করেছিলেন, সেটার সঙ্গে আজকের দিনের নতুন ফোনের অনেক পার্থক্য রয়েছে।

তবে সেই সময় মার্কিন ইঞ্জিনিয়ার মার্টিন কুপারের তৈরি সেই মোবাইল ফোনের গুরুত্ব ছিল অপরিসীম। সেই যুগে ওরকম একটা মোবাইল তৈরি করা, একদমই মুখের কথা ছিল না। যথেষ্ট পরিশ্রম এবং গবেষণা করেই তিনি সেইসময় একটি মোবাইল তৈরি করেছিলেন।

img 20230331 233027

জানিয়ে রাখি, ১৯৭৩ সালের ৩ রা এপ্রিল মার্টিন কুপারের তৈরি করা মোবাইল ছিল বেশ ভারী এবং শক্ত। যে মোবাইলের ভিতরে ছিল জটিল সার্কিটে পূর্ণ। কিন্তু আজকের দিনের মোবাইল খুবই হালকা এবং পাতলাও। সেইসঙ্গে দেখতেও অনেকটাই বেশি সুন্দর।

প্রথম মোবাইল আবিস্কারের জন্য মার্কিন ইঞ্জিনিয়ার মার্টিন কুপারকে আবার ‘ফাদার অব দ্য সেল ফোন’ও বলা হয়। তবে তাঁর তৈরি মোবিয়ালের সঙ্গে এখনকার দিনের মোবাইলের পার্থক্য এবং ব্যবহারের বিষয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন করেছেন তিনি।

img 20230331 233005

এক সাক্ষাৎকারে ৯৪ বছর বয়সী মার্টিন কুপার জানান, ‘মোবাইল একটি ছোট্ট ডিভাইস মাত্র। এই ডিভাইস এতোটাই ছোট, যে কারণে আমাদের সকলের পকেটেই জায়গা করে নিয়েছে এই ডিভাইস। অসীম ক্ষমতা সম্পন্ন এই ডিভাইস দেখা যাবে, একদিন রোগও জয় করে নিচ্ছে। তবে যখন দেখি কেউ মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে রাস্তা পার হচ্ছেন, তখন আমি উদ্বিগ্ন হয়ে যাই। এই কারণে, অনেক মানুষের প্রাণ গেলেও, এই বিষয়ে কারোরই সেভাবে কোন ভ্রূক্ষেপ নেই’।

এখানেই শেষ নয়, আইফোনের সাম্প্রতিক তম ভার্সনের ফোন এবং অ্যাপেলের ঘড়ি ব্যবহারকারী মার্কিন কুপার আরও বলেন, এইসমস্ত ফোনে লক্ষ লক্ষ অ্যাপ থাকলেও, আমি তার বেশিরভাগই ব্যবহার করতে জানি না। আমার নাতি নাতনিরা যেভাবে মোবাইল ব্যবহার করেন, আমি এসবের কিছুই বুঝতে পারি না’।