৯০ দশকে চুটিয়ে প্রেম করে বিয়ে, রিয়েল লাইফের প্রেম কাহানিকেও হার মানাবে সৌরভ ডোনার প্রেম কাহিনী

ভারতের ক্রিকেটার কাছে মহারাজ এবং বাঙ্গালীদের কাছে দাদা হলেন সৌরভ গাঙ্গুলী। একসময় ক্রিকেটের ময়দানে অসাধারণ সব ক্রিকেটের ম্যাচ খেলে বাঙালিদের নাম উজ্জ্বল করেছেন সৌরভ গাঙ্গুলী। একসময় তিনি ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেনও হয়েছেন। তিনি এখন বিসিসিআইয়ের সভাপতি। জি বাংলা দাদাগিরি মঞ্চেও তিনি দাদা হিসাবে পরিচালকের ভূমিকা পালন করছেন। তবে আজ কথা বলবো , সৌরভ গাঙ্গুলি এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলির প্রেম এবং বিবাহ নিয়ে।

সৌরভ গাঙ্গুলী প্রেমিকা এবং স্ত্রী হলেন একই ব্যক্তি, তিনি হলেন ডোনা গাঙ্গুলী। তিনি নৃত্য শিলিপি একজন। সৌরভ গাঙ্গুলির ছোটবেলার বন্ধু ছিলেন ডোনা গাঙ্গুলি। একসাথে দুজনে বড় হয়েছেন। বন্ধুত্ব থেকে প্রেমে পরিণত হয় একসময়।

যদিও ওই সময়ে কোলকাতায় এতো টাও প্রেমের সাহস যুবক যুবতীরা পেতেন না। তবু সৌরভ সাহস করে তাঁর বাবাকে প্রেমের কথা জানিয়ে ছিলেন। এরপর দুই পরিবারের সহ মতেই বিবাহ সম্পূর্ণ হয়েছিল। তখন দাদা ভারতীয় ক্রিকেট দলে জায়গা করে নিয়েছিলেন।

আজ সৌরভ গাঙ্গুলির ৪৯ তম জন্মদিন। এই দম্পতির ২৪ বছর হয়ে গেল। সুখে দুঃখে একসাথে একে অপরের পাশে সবসময় থেকেছেন। তাঁদের একমাত্র নয়নের মনি হলো তাঁদের মেয়ে সানা।

Related Articles

Back to top button