বিশ্বের দরবারে আবারও জয়জয়াকার বাংলার, ‘Fipresci জুরি অ্যাওয়ার্ড’র জন্য মনোনীত হল এই চলচ্চিত্র

বাংলাকে ভালোবেসে আপন করে নিয়ে যেমন বহু বিদেশী এই ভারতেই (india) রয়ে গিয়েছে। তেমনই একাধিক বাংলা চলচ্চিত্র (bengali movie) বহুবার বিশ্বের দরবারে সম্মানিত হয়েছে। কখনও চলচ্চিত্র, তো কখনও আবার চলচ্চিত্র পরিচালক। অতীতের সেই ধারা অব্যাহত রেখে আজকের দিনেও ঘটতে চলেছে এমনই একটি ঘটনা। ‘Fipresci জুরি অ্যাওয়ার্ড’র জন্য মনোনীত হল বাংলা চলচ্চিত্র ‘মহিষাসুরমর্দিনী’ (Mahishasur Marddini)।

সম্প্রতি এমন খবরই ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। আর সেবিষয়ে জানিয়েছে স্বয়ং টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। নেটদুনিয়ায় তিনি জানান, ‘আমার কাছে এটা দারুন সাফল্যের এবং গর্বের বিষয়, কারণ ”মহিষাসুরমর্দিনী”কে বেছে নেওয়া হয়েছে ”Fipresci জুরি অ্যাওয়ার্ড”র জন্য’।

img 20230505 182617

এখানেই শেষ নয়, এই চলচ্চিত্রের বিষয়ে অভিনেত্রী আরও লেখেন, ‘এই চলচ্চিত্রের ম্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণেই এই চলচ্চিত্র একটা প্রভাব ফেলবে, সেটা আশা করা যায়। আমাদের দেশ থেকে নির্বাচন করা ৫০ টি চলচ্চিত্রের মধ্যে এটি একটি হওয়ায় আমি আশাবাদী এই চলচ্চিত্র যেন জয়ের খেতাব নিয়েই আসে’।

img 20230505 182604

জানিয়ে রাখি, ‘মহিষাসুরমর্দিনী’ চলচিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর সঙ্গে এই চলচ্চিত্রে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee) মতো অভিনেতাদের। পরিচালক রঞ্জন ঘোষের এই চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার আগেই একাধিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। আর সেই কারণে গোটা দেশ থেকে বেছে নেওয়া ৫০ টি চলচ্চিত্রের মধ্যে এটিও একটি।