শাহরুখ সালমান নন বরং বাংলা সিনেমার এই অভিনেতাই ছিলেন মাধুরীর প্রথম ছবির নায়ক

৮০’এর দশক থেকে বলিউডের (Bollywood) একজন বিখ্যাত ও অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ছিলেন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। বলিউডের অনেক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন এই সুন্দরী অভিনেত্রী। এক সময়ে শাহরুখ খান, সালমান খান, আমির খান, সঞ্জয় দত্ত, অনিল কাপুর, বিনোদ খান্না এর মতো জনপ্রিয় তারকা অভিনেতাদের সাথে দেখা গেছে অভিনেত্রীকে।

img 20230526 124145

বিশেষ করে শাহরুখ ও মাধুরীর (Sharukh and Madhuri) জুটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল। বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। তিনি অনিল কাপুরের সাথেও কাজ করেছেন এবং বেশ কিছু হিট ছবি উপহার দিয়েছেন। তবে তিনি শুধু একজন দক্ষ অভিনেত্রীই ছিলেন না। অভিনয়ের পাশাপাশি তার নাচও খুবই প্রশংসিত হয়। তবে ১৯৯৯ সালের পর অভিনয় জগৎ থেকে দূরে সরে যান এই অভিনেত্রী।

img 20230526 124532

সে সময় তিনি ড. নেনে’কে (D. Nene) বিয়ে করার পর তিনি সপরিবারে আমেরিকা চলে যান। সেখানে থাকাকালীন তিনি দুটি সন্তানের জন্ম দেন। কিন্তু এরপর আর বেশিদিন ফিল্ম ইন্ডাস্ট্রি (Film Industry) থেকে দূরে থাকতে পারেননি। ফিরে এসে হারানো মাটি ফিরে পেতে চেয়েছিলেন মাধুরী। এখনও বলিউডে অভিনেত্রী হিসেবে বেশ সক্রিয় তিনি।

মাধুরী দীক্ষিত একজন শক্তিশালী নায়িকা। যে কোনো চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার ক্ষমতা তার আছে। তবে মাধুরী দীক্ষিতের জীবনের একটি অধ্যায়ের গল্প অনেকেই জানেন না। যেটা হল, ‘একজন বাঙালি নায়কের (Bengali Hero) বিপরীতে অভিনয় জীবন শুরু করেছিলেন এই অভিনেত্রী’।

img 20230526 124437

এই নায়ক বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা। প্রয়াত অভিনেতা তাপস পাল (Tapash paul)। পরিচালক হীরেন নাগের ‘অবোধ’ ছবিতে মাত্র ১৬ বছর বয়সে প্রথম অভিনয় করেন মাধুরী। তার বিপরীতে কাজ করেছেন অভিনেতা তাপস পাল। এই সিনেমাটি ১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল।