টাকা উড়াতে সবথেকে এগিয়ে সালমান খান, প্রাইভেট জেট থেকে বাংলো সবই লাক্সারি

বলিউডের কিং খানের পর কারোর স্থান হয়ে থাকলে সেটা হলো সালমান খানের। তিনি তাঁর ফিটনেসের জন্যও বলিউডে যথেষ্ট জনপ্রিয়।তিনি যে কোন চরিত্রই দর্শকদের মনে জায়গা করে নেন। তিনি যে কোনও সিনেমার জন্য সবথেকে বেশি পারিশ্রমিক নেন। আসুন আজ জেনে নিন, বলিউডের এই স্টারের বিলাসবহুল জীবন যাপনের ব্যাপারে।

সালমান খানের দামি গাড়িগুলোর মধ্যে সাইকেল এবং বাইকের সংখ্যা সবথেকে বেশি। তিনি বাইক এবং সাইকেল ব্যক্তিগত জীবনে খুবই পছন্দ করেন। তাঁর কাছে জায়ান্ট প্রোপেল XTC4 সাইকেল আছে, যার মূল্য কমপক্ষে ৩২ লক্ষ টাকা। তাঁর কাছে বেশ কয়েকটি স্পোর্টস বাইক আছে – সুজুকি হায়াবুসা, যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা, ইয়ামহা আর১ যার দাম ১৫.৬ লক্ষ টাকা। তাঁর কাছে আরো আছে সুজুকি ইন্ট্রুডার এম ১৮০০ যার বর্তমান মূল্য ১৬ লক্ষ টাকা এবং Suzuki GSX-R 1000z যার বর্তমান মূল্য ১৬ লক্ষ টাকা।

তাঁর কাছে দামি নামি গাড়ির মধ্যে আছে – অডি আর৮, রেঞ্জ রোভার, টয়োটা ল্যান্ড ক্রুজার, বিএমডব্লিউ এক্স৬, অডি আরএস৭ এবং অডি এ৮এল ইত্যাদি।

সালমান খান মুম্বাইয়ের পশ এলাকায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টএ থাকেন। যার বর্তমান মূল্য ২০ কোটি টাকারও বেশি। তিনি তার বাবা-মার সঙ্গে থাকেন।
তিনি সম্প্রতি মুম্বাইয়ের উবার লাক্সারি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ১১ তম তলায় ট্রিপলেক্স ফ্ল্যাট কিনেছেন। যদিও অ্যাপার্টমেন্টএর কাজ এখনও শেষ হয়নি। শেষ হলে তিনি তাঁর পরিবারের সাথে ওখানে থাকবেন। অ্যাপার্টমেন্টএর আনুমানিক মূল্য
৩০ কোটি টাকা।

তিনি প্রতিটি ছবির জন্য ৪০ থেকে ৫০ কোটি টাকা নিয়ে থাকেন। তিনি ব্র্যান্ডের প্রচার করেই বছরে ২০০ কোটি টাকা উপার্জন করেন। তিনি নিজে প্রোডাকশন হাউস বানিয়েছেন ২০১৫ সাল থেকে। যার ব্র্যান্ডের ভ্যালু ১০০ কোটি টাকারও বেশি।