মুম্বাইয়ের দামি এলাকায় বিলাসবহুল বাড়ি কিনলেন টাইগার শ্রুফ – ভাইরাল ছবি বাড়ির অন্দরমহলের

বলিউড জগতে ‘হিরোপন্তি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে টাইগার শ্রুফের। তিনি মুখ্য চরিত্রে অভিনয়ে না করলেও পার্শ্ব চরিত্রে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তিনি খুব ভালো নাচতেও পারেন। তবে আজ কথা বলবো টাইগার শ্রুফের বিলাসবহুল বাড়ি নিয়ে।

সম্প্রতি তিনি মুম্বাইয়ের খার এলাকায় ৮ বি এইচকে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। ওই এলাকাটি মুম্বাইয়ের মধ্যে সবচেয়ে দামি এলাকা। ফ্ল্যাটটিতে সুইমিং পুল থেকে শুরু করে বিলাসবহুল সব কিছু জিনিস রয়েছে। তিনি তাঁর পরিবারের সাথে এখন ওখানেই থাকছেন। ফ্ল্যাটটির ইন্টেরিয়র ডিজাইনের দায়িত্ব ছিলেন অ‌্যালেন‌। অ‌্যালেনের আরো একটি পরিচয় হল, তিনি হলেন জন আব্রাহামের ভাই।

টাইগার শ্রুফের বাবা জ্যাকি শ্রুফ হলেন একসময়ের বলিউডের জনপ্রিয় অভিনেতা। তবে জ্যাকি শ্রুফ অনেক পরিশ্রম করে বলিউডে জায়গা করেছিলেন। টাইগার শ্রুফ যে অ্যাপার্টমেন্টটি কিনেছেন ঠিক সেরকম অ্যাপার্টমেন্ট এর আগেও বলিউডে দামি নামি অভিনেতা-অভিনেত্রী রাও কিনেছেন – রানী মুখার্জি, দিশা পাটানি, হার্দিক পান্ডে, মেঘনা গাজীপুরী প্রমুখ।

 

Related Articles

Back to top button