লটারিতে ১ কোটি টাকা জিতলে হাতে আসে কত টাকা! সব কেটে মিলে এতো

লটারিতে ১ কোটি টাকা জিতলে হাতে আসে কত টাকা

আজকাল রাজ্য লটারি (Lottery) বেশ রমরমিয়ে চলছে। অনেকেই টিকিট কেটে নিজের ভাগ্য যাচাই করে নিচ্ছেন। প্রত্যেক মোড়ে মোড়েই এই লটারির টিকিট কাউন্টার পেয়ে যাবেন। পারলে আপনিও আপনার ভাগ্য যাচাই করে নিতে পারেন। এখানে এক কোটি টাকা পর্যন্ত জেতার সুযোগ রয়েছে। তবে জানেন কি এই জেতা অর্থ থেকে কত টাকা সরকারকে ট্যাক্স দিতে হয়? চলুন বিস্তারিত জেনে নিন।

Lottery

প্রসঙ্গত, প্রতিদিন খবরে রাজ্য লটারির প্রথম পুরস্কার বিজেতার খবর উঠে আসে। আর এই প্রথম পুরস্কারের অর্থ মূল্য এক কোটি টাকা। তবে জানেন আপনি যদি এই অর্থ যেতেন তবে আপনার হাতে কত টাকা আসবে? জানিয়ে রাখি, এই অর্থ থেকে। সরকারকে ট্যাক্স দিতে হয়। যা আয়কর আইন ১৯৬১ এর অন্তভুক্ত। আর এই আইন অনুযায়ী প্রাপ্ত লটারির অর্থ থেকে ৩০ শতাংশ সরকারের ঘরে যায়।

 

আয়কর আইন ১৯৬১-এর ১১৫ BB অনুযায়ী রকার লটারি, ক্রসওয়ার্ড পাজল, ঘোড়দৌড় রেস, তাস খেলা সহ যে কোনো প্রকার বাজি বা লটারি থেকে জেতা অর্থের উপর কর দিতে হবে। আর এক্ষেত্রে ৪ শতাংশ সেস এবং ৩০ শতাংশ অতিরিক্ত কর দিতে হয়। অবশেষে মোট কর দাঁড়ায় ৩১.২০ শতাংশ। এই অর্থ লটারি থেকে প্রাপ্ত অর্থ থেকে কেটে নেওয়া হয়।

Lottery

যে সংস্থা বা কোম্পানি (Company) লটারির পুরস্কার দেয়, সেই সংস্থা আগে থেকেই টিডিএস (TDS) কেটে নেয়। ১০,০০০ এর বেশি কেও পুরস্কার জিতলে সেই অর্থ থেকে ৩০ শতাংশ টিডিএস সহ অতিরিক্ত সারচার্জ ও সেস কেটে নেওয়া হয়। যা প্রায় সব মিলিয়ে মোট অর্থের ৩১.২ শতাংশ। লটারি জিতলে এই অর্থ প্রদান করা বাধ্যতামূলক।