বাড়ি জুড়ে টিকটিকির উপদ্রব, এখন ঘরোয়া পদ্ধতিতে দূর করুন বাড়ির সমস্ত টিকটিকি

নতুন বাড়ি হোক কিংবা পুরনো বাড়ির দেওয়ালে কিংবা টিউবলাইট এর পিছনে একটা টিকটিকি না থাকলে যেন বাড়িটা বাড়ি মনে হয় না। কিন্তু আমরা সবাই জানি টিকটিকি একটি ক্ষতিকর প্রাণী। কোনভাবে গায়ের ওপরে টিকটিকি পড়লে তা থেকে নানান রকম সংক্রমণের সম্ভাবনা থাকে। এছাড়া টিকটিকির চামড়া, মলমূত্র থেকে নানান রকমের বিষক্রিয়া ছড়ায়। বাজার চলতি কিছু স্প্রে দিয়ে সাময়িকভাবে এদের দমন করা গেলেও টিকটিকির উপদ্রব চিরতরে শেষ করা খুবই শক্ত।  তবে কিছু ঘরোয়া উপায় রয়েছে যার মাধ্যমে টিকটিকির উপদ্রব কম করা যেতে পারে।

আসুন জেনে নিই সেই প্রদ্ধতি…

১) টিকটিকি ন্যাপথলিন এর উগ্র গন্ধ সহ্য করতে পারে না সাধারণত। তাই টিকটিকি যেখানে থাকে সেখানে ন্যাপথলিন রেখে দিলে টিকটিকির উপদ্রব থেকে মুক্তি মিলতে পারে।

২) টিকটিকি সরীসৃপ প্রজাতির অন্তর্ভুক্ত। তাই ঠান্ডা জলের ছিটেয় এদের স্নায়ু দুর্বল হয়ে যায়। টিকটিকি উপদ্রব এলাকায় ফিনাইল ট্যবলেট রেখে দিলে মুক্তি মিলতে পারে এই উপদ্রব থেকে।

৩) টিকটিকি তাড়াতে তামাক এক অন্যতম ভূমিকা পালন করে। তামাক গুঁড়ো করে ঘন পেস্ট করুন, তারপর সেই পেস্ট গুলো কে ছোট ছোট বলের মতো করে নিন। এরপর টিকটিকি উপদ্রব এলাকায় সেগুলো রেখে দিলে টিকটিকির উপদ্রব থেকে সহজেই মুক্তি মিলতে পারে।

৪)টিকটিকি দের সচারাচর জানলার কিংবা দরজার কোনায় প্রায়শই দেখতে পাওয়া যায়। এই সব জায়গায় ডিমের খোসা ঝুলিয়ে রেখে দিতে পারেন। কারণ এর গন্ধে টিকটিকিদের ইন্দ্রিয় দুর্বল হয়ে পড়ে।

৫)একটি বোতলে জল নিয়ে তাতে কয়েক চামচ গোলমরিচ গুঁড়ো এবং কয়েক চামচ লঙ্কার গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তার পর সেই মিশ্রণটির স্প্রে টিকটিকি উপদ্রব এলাকায় স্প্রে করুন। দেখবেন টিকটিকির উপদ্রব আর থাকবে না। লক্ষ্য রাখবেন যাতে সেই স্প্রে কোনো রকমে নিজের চোখে মুখে না লাগে।

৬) ঘরে ময়ূরের পালক রেখে দিলে দেখবেন টিকটিকির উপদ্রব থেকে মুক্তি পাওয়া সম্ভব।

৭) পেঁয়াজ রসুনের গন্ধ সহ্য করতে পারে না টিকটিকি। তাই পেঁয়াজ রসুনের কোয়া ঘরে রেখে দিলে সহজেই মুক্তি মিলতে পারে এই যন্ত্রণা থেকে।

৮) এছাড়াও বাড়ি ঘর নিয়মিত পরিষ্কার করুন জীবাণুনাশক দিয়ে। তাতে কীটপতঙ্গের বাড়বাড়ন্ত হবে না। টিকটিকি দের বাড়িতে থাকার মূল কারণ‌ই হলো কীটপতঙ্গ। এছাড়াও বাড়ির আসবাবপত্র নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দেওয়ালে টাঙিয়ে রাখা ফটো ফ্রেম গুলো প্রায়শই পরিস্কার করুন। কারণ বাড়িতে টিকটিকি দের নিরাপদ আশ্রয় ঐ ফটো ফ্রেম গুলোর আনাচে কানাচে।

উপরে বর্ণিত পন্থা গুলো সঠিক ভাবে কার্যকর করা হলে খুব সহজেই টিকটিকির উপদ্রব থেকে মিলতে পারে মুক্তি।