আম্বানির মত তাঁর প্রতিবেশীরাও হলেন কোটিপতি, রইল এই ধনকুবেরদের তালিকা

দেশ তথা বিশ্বের বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানির (mukesh ambani) জীবনযাপন যে অত্যন্ত রাজকীয় হবে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। শুধু মুকেশ আম্বানিই নয়, তাঁর পরিবারের সকল সদস্যের জীবন যাপনই কিছুটা রাজকীয় ভঙ্গিতেই হয়ে থাকে। এমনকি তাঁদের পরিবারের যে কোন অনুষ্ঠান দেখে মনে হবে, কোন রাজ পরিবারের দ্বারা আয়োজিত কোন অনুষ্ঠান।
মুম্বাইয়ের একটি হাই-প্রোফাইল এলাকায় রয়েছে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া (Antilia)। মুম্বাইয়ের আলটামাউন্ট রোডের এই বাড়িতে আম্বানি পরিবার ছাড়াও থাকেন একাধিক ব্যবসায়ী ছাড়াও অনেক বলিউড সেলেব অর্থাৎ ‘বিলিয়নেয়ার’ রো’ আখ্যায়িত ব্যক্তিত্বরা।
বিশ্বের সব অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই বাড়িতে মুকেশ আম্বানির প্রতিবেশীরাও কিন্তু প্রায় তাঁর সমানই শিল্পপতি। আসুন জেনে নেওয়া যাক কয়েকজনের সম্পর্কে-
রানা কাপুর (Rana Kapoor)- ২০১৩ সালে ১২৮ কোটি টাকার বিনিময়ে মুম্বাইয়ের আলটামাউন্ট রোডে একটি রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের মালিকানা পেয়েছিলেন ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুর। মুকেশ আম্বানির প্রতিবেশি এই ব্যক্তি ১৫০ কোটি টাকারও বেশি খরচ করে ওই কমপ্লেক্সে মোট ৬ টি অ্যাপার্টমেন্ট কিনে রেখেছেন।
এন চন্দ্রশেখরন (Natarajan Chandrasekaran)- গত ৫ বছর ধরে মুকেশ আম্বানির প্রতিবেশি হয়েছেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের পরিবার। কিছু বছর আগে ৯৮ কোটি টাকার বিনিময়ে ওই টাওয়ারের একাদশ এবং দ্বাদশ তলায় একটি ডুপ্লেক্স কিনেছিলেন এন চন্দ্রশেখরন।
অসওয়াল পরিবার (Oswal family)- ‘৩৩ সাউথ’ বিল্ডিংয়ের ১৩ তম এবং ১৭ তম তলায় ডুপ্লেক্স হাউসটি ২০২০ সালে কিনেছিল মোতিলাল অসওয়াল ট্রাস্ট। প্রতি বর্গফুটে ১.৪৮ লক্ষ টাকা খরচ করে কেনা এই বাড়ির পরিবারও আম্বানি পরিবারের পাশেই থাকেন।