ফল বিক্রির টাকায় করলেন এমন মহান কাজ! পদ্মশ্রী পুরস্কার দিল ভারত সরকার

দেশের বড় একটি সম্মান হলো পদ্মশ্রী। এবার সেই পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন একজন কমলা লেবু বিক্রেতা। এটা ভাববার বিষয়, একজন কমলা লেবু বিক্রেতা কী ভাবে এত বড়ো সম্মানে ভূষিত হলেন?

ব্যক্তিটি হলেন হরেকালা হাজব্বা। তিনি কর্নাটকের বাসিন্দা। তিনি পেশায় একজন কমলালেবু বিক্রেতা।
তবে তিনি যে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তাঁর সমাজের প্রতি মানবিকতার জন্য।

তিনি জানিয়েছেন, একবার একটি বিদেশি দম্পতির তার কাছ থেকে কমলা লেবুর দাম জিজ্ঞাসা করেছিলেন ইংরেজিতে। তিনি ইংরেজি ভাষা বুঝতে না পারার কারণে সেই দম্পতি চলে যায় লেবু না কিনেই। সেদিন তার অত্যন্ত খারাপ লেগেছিলো। আসলে তিনি পড়াশোনা জানতেন না। তিনি টুলু ও বিয়ারি ছাড়া অন্য কোনো ভাষা বোধগম্য নয় তাঁর। এরপর তিনি ঠিক করেন গ্রামের সমস্ত শিশুর জন্য শিক্ষার ব্যবস্থা করবেন।

আসলে তিনি যে গ্রামে থাকতেন সেই গ্রামে কোনো স্কুল ছিলো না। তিনি তার রোজগারের কিছু টাকা জমিয়ে এবং কিছু ঋণ নিয়ে ২০০০সালে তাঁর গ্রামের স্কুল তৈরি করেন। সেখানে আজ ১৭৫ জন ছাত্র যেমন রয়েছে, তেমনি দশম শ্রেণী পর্যন্ত ক্লাসও করানো হয়।

হরেকালা হাজব্বার (Harekala Hajabba)বয়স এখন ৬০ বছর। তিনি প্রতিদিন ১৫০টাকা রোজগার করেন এবং সেই টাকা দিয়ে স্কুল চালানো শুরু করেছিলেন। তিনি চেয়েছিলেন গ্রামের প্রতিটি শিশুই যাতে শিক্ষার আলো দেখতে পায়।

সমাজের প্রতি হরেকালা হাজব্বার মানবিকতার জন্যই বেসামরিক পদক পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন তিনি। সরকার থেকে জানানো হয়েছে গ্রামে উচ্চ শিক্ষার জন্য স্কুল এবং কলেজ তৈরি করে দেওয়া হবে।