LIC-র দুর্দান্ত স্কিমে বিরাট লাভ, মাত্র 30 টাকা করে জমিয়ে এখন মিলবে 4 লাখ টাকা

বিনিয়োগ করার মানুষের আস্থা হয়ে এসেছে এলআইসি LIC (Life Insurance corporation of India). মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে থাকে জীবন বীমা সংস্থার উপরে . LIC বরাবরই সাধারণ মানুষের জন্য লাভজনক বিভিন্ন পলিসি বিভিন্ন সময়ে নিয়ে এসেছে। এটার বীমা পলিসিতে সব থেকে বড় সুবিধা হলো,

LIC

পড়ুয়া থেকে শুরু যেকোন বয়সী মানুষ LIC করতে পারবেন। সম্প্রতি LIC নারীদের জন্য বিশেষ বীমা প্ল্যান নিয়ে এসেছে। আসুন বিস্তারিত জেনে নিন। মহিলাদের জন্য যে পলিসি নিয়ে এসেছে তার নাম হলো এলআইসি আধার শিলা পলিসি (LIC Adhar Shila Policy). এই পলিসিটি শুধু মাত্র বাচ্চা মেয়ে থেকে শুরু করে বয়স্ক মহিলারা অব্দি করতে পারবে।

LIC আধার শিলা পলিসির বিশেষ দিক হলো, এটা যেমন ইন্সুরেন্স, তেমন অন্যদিকে মহিলারা সেভিংস করতে পারবেন। সেই মহিলা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে পরিবার LIC তরফ থেকে আর্থিক সহায়তা পাবে। সুতরাং এটাকে ইন্সুরেন্স বলা যেতে পারে, অন্যদিকে পলিসির মেয়াদপূর্তির সময় সেই মহিলা মোটা টাকা LIC তরফ থেকে পাবেন। এটাকে সেভিংস বলা যেতেই পারে।এই পলিসিতে প্রতিদিন দিতে হবে মাত্র ২৯ টাকা। তাহলে নির্দিষ্ট মেয়াদ পূর্তির পরে পাওয়া যাবে ৪ লক্ষ টাকা।

Life Insurance Corporation

পলিসি ম্যাচুরিটি হতে সময় লাগবে ১০ থেকে ২০ বছর। বয়স হতে হবে ৮ থেকে ৫৫ বছর। পলিসির বিনিয়োগ মাসে বা ৩ মাস অন্তর বা ৬ মাস অন্তর বা ১ বছরে করতে পারেন। কোন ব্যক্তি যদি ৩০ টাকা করে জমা করে তাহলে তাঁর সেই বছরে জমা পড়বে ১০,৯৫০ টাকা। টানা ২০ বছর ধরে জমা করলে তার জমা পড়বে ২,১৯,০০০ টাকা। ম্যাচুরিটি সময় টাকা ফেরত পাবে ৩ লক্ষ ৯৭ হাজার টাকা।