LIC মহিলাদের জন্য নিয়ে এল অবিশ্বস্যনীয় স্কিম, প্রতিদিন ২৯ টাকা বিনিয়োগে মিলবে ৪ লক্ষ টাকা

বর্তমান সময়ে জীবন বীমা পলিসি না থাকলে সাধারণ মানুষকে যে কোনো সময় বিপদে পড়তে হতে পারে। ভারতে জীবন বীমা পলিসির সবথেকে বিশ্বাস যোগ্য সংস্থা হিসেবে পরিচিত LIC. সম্প্রতি LIC তরফ থেকে মহিলাদের স্বনির্ভর এর জন্য নতুন একটি প্রকল্প নিয়ে এসেছে। আসুন বিস্তারিত জেনে নিন।

মানুষ LIC ভরসা করে কারণ এতে ঝুঁকি অনেক কম। এবার মহিলাদের জন্য যে প্রকল্পটি নিয়ে এসেছে LIC, সেটি হল এলআইসি আধারশিলা যোজনা। ৮ বছর থেকে ৫৫ বছর অব্দি মহিলারা এতে বিনিয়োগ করতে পারবেন।

তবে এই প্রকল্পের সুবিধা সেই সব মহিলারাই পাবেন যাদের আধার কার্ড ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এই স্কিমে একটু বুদ্ধি করে বিনিয়োগ করলে আপনি একটা সময়ের পর লাখোপতিও হতে পারেন। আপনাকে বিনিয়োগ মাত্র ২৯ টাকা দিয়ে শুরু করতে হবে। আপনাকে মাসে মোট ৮৭০ টাকা দিতে হবে। ২০ বছর পর আপনি ৪ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন।

আপনি প্রথম বছর যদি ২৯ টাকা করে জমা দেন। তাহলে আপনার ওই বছরে জমা পড়বে ১০ হাজার ৯৫৯ টাকা। এর মধ্যে ৪.৫ শতাংশ করও থাকবে। পরের বছর আপনাকে দিতে হবে ১০ হাজার ৭২৩ টাকা। ২০ বছর পর সেটা দাঁড়াবে ২ লক্ষ ১৪ হাজার ৬৯৬ টাকা। মেয়াদপূর্তির সময় আপনি মোট পেয়ে যাবেন ৩,৯৭,০০০ টাকা।