বাচ্চাদের জন্য LIC আনলো ব্যাপক প্ল্যান, মাত্র ১৫০ টাকা করে জমিয়ে পাবেন ১৯ লক্ষ টাকা

১৫০ টাকা করে জমিয়ে পাবেন ১৯ লক্ষ টাকা

ভবিষ্যৎ (Future) সম্পর্কে কম বেশি মানুষই সচেতন থাকেন। যে কারণে তারা অনেক সময় ব্যাংক অথবা বীমা সংস্থায় সঞ্চয় ও বিনিয়োগ (Savings and Investment) করে থাকেন। যেখান থেকে পরবর্তীতে মোটা অর্থ রিটার্ন (Returns) পাওয়া যায়। আপনিও যদি আপনার সন্তানের জন্য চিন্তিত থাকেন, তবে বেছে নিতে পারেন এলআইসি (LIC)-র এক দুর্দান্ত প্ল্যান। এই প্ল্যানের নাম নিউ চিলড্রেন মানি ব্যাক প্ল্যান (New Children Money Back Plan)। মাত্র ১৫০ টাকা জমা করে আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করুন। চলুন বিস্তারিত জেনে নিন।

LIC

জীবন বীমা কর্পোরেশন চালু করেছে নতুন চিলড্রেন মানি ব্যাক প্ল্যান পলিসি (Children Money Back Policy)। যার মেয়াদ ২৫ বছর। অর্থাৎ আপনার সন্তানের বয়স যখন ২৫ বছর হবে তখন এই পলিসির মেয়াদপূর্তি (Maturity) হবে। যে কোনো বয়সেই আপনি আপনার সন্তানের জন্য এই পলিসিটি করতে পারেন। এর জন্য মাসিক, বার্ষিক কিংবা তিন মাস অন্তর অন্তর পলিসি জমা দিতে পারবেন। তবে মেয়াদপূর্তির আগে তিন বার ২০ শতাংশ করে টাকা রিটার্ন পাওয়ার সুবিধা রোয়েছেম মেয়াদ শেষ হলে সম্পূর্ণ অর্থ ফিরত পাবেন।

সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এটি এক অনন্য বীমা পলিসি (Insurance Policy of LIC)। যেখানে বার্ষিক ৫৫,০০০ টাকা কিস্তির (EMI) মাধমে আপনি আপনার সন্তানের জন্য এই পলিসিটি করতে পারবেন। অর্থাৎ প্রতি মাসে আপনাকে ৪৬০০ টাকা করে পলিসি জমা করতে হবে। এক বছরের কিস্তি অনুযায়ী ধরলে আপনাকে পুরো পলিসিতে ১৪ লক্ষ টাকা জমা করতে হবে। মেয়াদপূর্তির পর ১৯ লক্ষ টাকা রিটার্ন পাবেন। অর্থাৎ আপনার সন্তানের যখন ২৫ বছর বয়স হবে তখন আপনার ছেলে লাখো পতি হয়ে যাবে।

Insurance Policy

১থেকে ১২ বছর বয়সী যে কোনো বাচ্চার জন্যই এই পলিসিতে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য লাগবে আধার কার্ড, প্যান কার্ড এবং পিতামাতার ঠিকানা প্রমাণপত্র। এগুলো নিয়ে যে কোনো এলআইসি এজেন্টেরের কাছে ফর্ম জমা দিলেই হয়ে যাবে। বলে রাখি, ৬০ শতাংশ টাকা কিস্তির মাধমে জমা করতে হবে এবং বাকি ৪০ শতাংশ টাকা বোনাসের মাধ্যমে মেয়েদের শেষে ফেরত দেওয়া হবে। সর্বনিম্ন ১ লক্ষ টাকার বীমা করা যাবে। তবে সর্বোচ্চ টাকার কোনো সীমা নেই। পলিসি চলাকালীন সময়ে পলিসি হোল্ডারের (Policy Holder) মৃত্যু ঘটলে টাকা ফেরত পাওয়া যাবে।