LIC এর Jeevan Anand Policy তে বাজিমাত, মাত্র ৪৫ টাকার বিনিময়ে এখন মিলবে ২৫ লক্ষ টাকার সুবিধা

লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance of Corporation) বিনিয়োগকারীদের প্রথম পছন্দ হিসাবে বিবেচিত হয় ভারতীয় বীমা কোম্পানিগুলির মধ্যে। কারণ LIC তার গ্রাহকদের আর্থিক সুরক্ষা প্রদানের সাথে কম বিনিয়োগে উচ্চ হারে রিটার্নও দিয়ে থাকে। এছাড়া LIC তে রয়েছে প্রচুর বিমা পরিকল্পনা। যেখানে গ্রাহক তার পছন্দ এবং সামর্থ অনুযায়ী বিমা প্ল্যানটি সহজেই বেছে নিতে পারেন। সেরকমই LIC একটি সুবিধাজনক প্ল্যান হল এলআইসি জীবন আনন্দ পলিসি( LIC Jeevan Anand Policy). LIC-এর এই জীবন আনন্দ পলিসি হল একটি নন-লিঙ্কড প্ল্যান, যা সুরক্ষা এবং সঞ্চয়ের সাথে একটি আকর্ষণীয় অর্থ অফার করে থাকে। আসুন এই প্ল্যানটির সম্পর্কে বিস্তারিত জেনে নিন –

LIC

জীবন আনন্দ প্ল্যানের সুবিধার কথা বলতে গেলে, এই প্ল্যানে ডাবল বোনাসের সুবিধার সহ প্ল্যানটির মেয়াদ শেষে একগুচ্ছ টাকা পেয়ে থাকেন পলিসি হোল্ডার। এছাড়া পলিসি ম্যাচিওর হওয়ার আগেই যদি কোন কারণে পলিসি ধারকের মৃত্যু হয়ে যায়, তাহলে সেই ধারকের দ্বারা নির্বাচিত নমিনি প্ল্যানের মেয়াদ শেষে সমস্ত সঞ্চিত অর্থ পেয়ে যান। সেইসঙ্গে জানিয়ে দিই এই প্ল্যানটি এলআইসির সর্বাধিক বিক্রিত একটি প্ল্যান এবং এই প্ল্যানে বিনিয়োগ করতে গেলে বিনিয়োগকারীর বয়স অবশ্যই ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে এবং সর্বোচ্চ ৫০ বছর বয়স পর্যন্ত এই প্ল্যানে বিনিয়োগ করা যাবে।

জীবন আনন্দ পলিসিতে সঞ্চয়কারী মাসে ১৩৫৮ টাকা প্রিমিয়াম জমা করে এককালীন ২৫ লক্ষ টাকা পেতে পারেন। তবে তারজন্য বিনিয়োগ কারীকে এই প্ল্যানের দীর্ঘ মেয়াদি পরিকল্পনাটি নিতে হবে, যেটা ৩৫ বছরের জন্য হয়ে থাকে। এক্ষেত্রে প্রতিদিন ৪৫ টাকা করে বাঁচিয়ে মাসে ১৩৫৮ টাকা এবং এক বছরে ১৬,৩০০ টাকার প্রিমিয়াম পলিসিহোল্ডারকে দিতে হবে। এভাবে ৩৫ বছরে মোট ৫.৭০ লক্ষ টাকা দিতে হবে গ্রাহককে। আর এই অর্থের উপরে রিভিশনারি বোনাস ৮.৬০ লক্ষ টাকা এবং অতিরিক্ত ১১.৫০ লক্ষ টাকার বোনাস প্রদান করবে বিমা সংস্থা।

Policy Money

জানিয়ে দিই, জীবন আনন্দ পলিসিটিতে বিনিয়োগের কোনো উর্দ্ধসীমা নেই তবে বিনিয়োগকারীকে কমপক্ষে ১ লক্ষ টাকার অর্থ বিনিয়োগ করতে হবে। সেইসাথে এই প্ল্যানে বিনিয়োগের সময়সীমা হল কমপক্ষে ১৫ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর। এছাড়া এই প্ল্যানের এর শর্তাবলী অনুসারে পলিসি হোল্ডারের ৭০ বছরের পূর্তিতে একটি অক্ষমতা সুবিধা এবং একটি অতিরিক্ত দুর্ঘটনাজনিত মৃত্যু সুবিধা প্রদান করা হয় এবং পলিসি ধারক যদি পলিসির মেয়াদপূর্তির আগে মারা যান, তাহলে নমিনি সঞ্চিত অর্থের পুরোটাই পেয়ে যান।