জামা কাপড় পড়তেও কুঁড়েমি করেন এই মহিলা, তাই পুরো শরীরে করিয়েছেন ট্যাটু

শখ অনেক বড় জিনিস কম বেশি মানুষের মধ্যে। কারোর ভ্রমণের শখ থাকে, কেউ আবার বই পড়তে খুব পছন্দ করে থাকেন। কারোর খাওয়ার শৌখিনতা থাকে, কারোর আবার ভালো পোশাক পড়ার। কেউ আবার শরীরে ট্যাটু আঁকতে বেশি পছন্দ করে থাকেন। ধনী লোকেরা এর জন্য প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। আজ এমন এক মহিলার কথা আপনাদের জানাব,

তিনি তাঁর ট্যাটুর কারণে বিশ্বের কাছে আধিপত্য বিস্তার করেছে। তিনি পোশাক পড়তে অলসতা বোধ করেন। তাই ট্যাটু দিয়ে নিজের শরীর ঢেকে রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই মহিলার ছবি।

শরীরে ট্যাটু করতে খরচ হয় লক্ষ লক্ষ টাকা

 

একটি প্রতিবেদনে থেকে জানা যাচ্ছে, জার্মান নিবাসী কার্স্টিন ট্রিস্টানের ট্যাটু আঁকার শখ রয়েছে । এখনো পর্যন্ত তিনি তাঁর শরীরে ট্যাটু বানানোর জন্য খরচ করে ফেলেছেন প্রায় ২৫ হাজার ডলার। যেটি ভারতীয় মূল্যে ২৪ লক্ষ টাকার কাছাকাছি। তাঁর একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, যেখানে তিনি শরীরে ট্যাটু করা অনেক হট ছবি পোস্ট করে থাকেন। সম্প্রতি তিনি সেই অ্যাকাউন্টে তেমনই অনেক ছবি পোস্ট করেছেন, যা সোশ্যাল মিডিয়াতে দ্রুত ভাইরাল হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তাঁর পুরানো ছবি

কার্স্টিন ট্রিস্টান একসঙ্গে ৩০ বছর বয়সী, ৮ বছর বয়সী এবং বর্তমান সময়ের তিনটি ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। তিনি ১৯৯২, ২০১৫ এবং ২০২২ সালে কেমন দেখতে ছিলেন তারই দেখা মিলবে এই ফটোগুলিতে। তিনটি ছবিতেই দেখা যাবে তাঁর ভিন্ন রূপ। আজ থেকে ছয় বছর আগে @tattoo_butterfly_flower নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করেছিলেন তিনি। বর্তমানে সেই অ্যাকাউন্টের ফলোয়ার্স প্রায় দু-লক্ষ।

সারা শরীর ভর্তি রয়েছে রঙিন নকশাতে

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ট্যাটু মডেল ক্রিস্টিন অনেক হট ছবি শেয়ার করে থাকেন। ইনি তাঁর শরীরে প্রথম ট্যাটু করান প্রায় ৫ বছর আগে। এটি করে তিনি এমন মজা পেয়েছিলেন যে আজ তাঁর সমগ্র শরীরে রঙিন ট্যাটু রয়েছে। তাঁর শরীরে রয়েছে রঙিন ফুল, পাখি, প্রজাপতি সহ আরো অনেক রকমের রঙিন নকশা।

জামাকাপড় পড়লে আসে অলসতা

 

প্রতিবেদন থেকে জানা গেছে কার্স্টিন ট্রিস্টান খুবই অলস। জামাকাপড় পড়তে তাঁর খুবই অলস লাগে নিজেকে, সেকারণে তিনি পোশাক খুব কম পড়েন। পোশাক পরার ঝামেলা মেটাতে তিনি সারা শরীরে রঙিন ট্যাটু বানিয়েছেন। তিনি এক সাক্ষাৎকারে জানান, এটি তাঁর এক প্রকারের শখ। এটি করা নিয়ে কে কি ভাবছে, তা নিয়ে তিনি ভাবেন না।